![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vande Bharat Express: ট্রায়াল রান শেষ, এবার নয়া রুটে চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস
Vande Bharat Express: শনিবার, হয়ে গেল তারই ট্রায়াল রান। এদিন, সকাল ৮টায় ট্রেনটি পাটনা স্টেশন থেকে ছাড়ে। এরপর পাটনা সিটি স্টেশন, মোকামা স্টেশন, লক্ষ্মীসরাই, জসিডি হয়ে আসানসোল স্টেশনে পৌঁছয়।
![Vande Bharat Express: ট্রায়াল রান শেষ, এবার নয়া রুটে চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস Trial run is over, now Vande Bharat Express is going to start howrah patna route Vande Bharat Express: ট্রায়াল রান শেষ, এবার নয়া রুটে চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/05/20740fa0f46e1d47a5830d5ae1936f731691251530685176_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুনীত হালদার, মনোজ বন্দ্যোপাধ্য়ায় , কৌশিক গাঁতাইত, হাওড়া: এবার চালু হতে চলেছে হাওড়া-পাটনা (Howrah-Patna) বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। শনিবার, হয়ে গেল তারই ট্রায়াল রান। রেল সূত্রে খবর, বন্দেভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) ৫৩৫ কিলোমিটার পথ সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছন যাবে। হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী, নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটির পর এবার চালু হতে চলেছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস।
শনিবার, হয়ে গেল তারই ট্রায়াল রান। এদিন, সকাল ৮টায় ট্রেনটি পাটনা স্টেশন থেকে ছাড়ে। এরপর পাটনা সিটি স্টেশন, মোকামা স্টেশন, লক্ষ্মীসরাই, জসিডি হয়ে আসানসোল স্টেশনে পৌঁছয়। বেলা ১২টা ১৫ মিনিটে।
পাঁচ মিনিট পর ফের যাত্রা শুরু! হাওড়া স্টেশনে পৌঁছয় দুপুর আড়াইটে নাগাদ। হাওড়া থেকে পাটনা যেতে সময় লাগে সাড়ে ৭ ঘণ্টা থেকে ৮ ঘণ্টা।রেল সূত্রে খবর, বন্দেভারত এক্সপ্রেসে ৫৩৫ কিলোমিটার পথ সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছনো যাবে। এদিনের ট্রায়াল রানে শুধুমাত্র রেল আধিকারিকরাই যাত্রী হিসেবে ছিলেন। রেল সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর আগেই চালু হতে পারে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। শনিবারই ট্রেনটি ফের পাটনায় ফিরে যায়।
বন্দে ভারত নিয়ে উত্তেজনা থাকে সবসময়েই। সম্প্রতি জানা গিয়েছে দ্রুত গতি সম্পন্ন বন্দে ভারত এক্সপ্রেস এবার সাজছে নয়া সাজে। রেল মন্ত্রকের তরফে বলা হয়েছে, বন্দে ভারতের ২৮তম রেকটি এবার 'গেরুয়া' রঙে সাজবে।
তবে নতুন এই গেরুয়া রঙের বন্দে ভারত এক্সপ্রেস যদিও এখনও চালু হয়নি। বর্তমানে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) তৈরি হচ্ছে এই নয়া রঙের রেক। যেখানে বন্দে ভারত ট্রেন তৈরি করা হচ্ছে। রেলের আধিকারিকরা সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন যে বন্দে ভারত এক্সপ্রেসের মোট ২৫টি রেক তাদের নির্ধারিত রুটে চালু রয়েছে এবং দুটি রেক সংরক্ষিত রয়েছে। রেলের তরফে জানান হয়েছে, "যদিও এই ২৮তম রেকের রঙ পরীক্ষামূলক ভিত্তিতে পরিবর্তন করা হচ্ছে।"
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার এখানে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি পরিদর্শন করেছেন। দক্ষিণ রেলওয়েতে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন এবং বন্দে ভারত এক্সপ্রেসের প্রযুক্তির উন্নয়নও পর্যালোচনা করেছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)