Khagen Murmu Attacked: বাংলায় আক্রান্ত BJP সাংসদ-বিধায়ক, আগরতলার পার্টি অফিসে হামলা, তীব্র প্রতিবাদ তৃণমূলের
Agatartala TMC Party Office Attacked: উত্তরবঙ্গে আক্রান্ত বিজেপি, আগরতলার পার্টি অফিসে হামলা, তীব্র প্রতিবাদ তৃণমূলের।

প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: উত্তরবঙ্গে আক্রান্ত বিজেপি সাংসদ, আক্রান্ত বিজেপি বিধায়ক। আগরতলার পার্টি অফিসে হামলা, তীব্র প্রতিবাদ তৃণমূলের। 'এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, গণতন্ত্রের উপরে আঘাত। বিরোধীদের কণ্ঠরোধ করতে ক্ষমতার ভীত আস্ফালন। গণতন্ত্র রক্ষার নামে বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব', আমরা চুপ থাকব না, আমরা নত-ও হব না, প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের।
এক হামলার প্রতিবাদে মিছিল থেকে আরেক হামলা! বাংলায় আক্রান্ত বিজেপির সাংসদ-বিধায়ক ত্রিপুরায় পাল্টা তৃণমূলের পার্টি অফিসে হামলা! তৃণমূলকে ধিক্কার, ধিক্কার-ধিক্কার। তৃণমূলের বিরুদ্ধে, লড়তে হবে এক সাথে। প্রথমে ধিক্কার স্লোগান দিয়ে মিছিল! পরে সেই মিছিল থেকেই বিজেপি শাসিত ত্রিপুরায় তৃণমূলের রাজ্য সদর দফতরে হামলা হল! পশ্চিমবঙ্গে অভিযোগ উঠেছে, পুলিশের সামনেই বিজেপির সাংসদ-বিধায়কের ওপর হামলা হয়েছে!আবার ত্রিপুরায় অভিযোগ, তৃণমূলের পার্টি অফিসে হামলার সময় পুলিশ চুপ করে দাঁড়িয়ে দেখেছে!
সোমবার নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদে, মঙ্গলে আগরতলায় ধিক্কার মিছিল ডেকেছিল বিজেপি।সেই মিছিল চিত্তরঞ্জন রোডের মোটর স্ট্যান্ড এলাকায় পৌঁছতেই উত্তেজনা বাড়তে থাকে। কারণ এখানেই রাস্তার ওপরে রয়েছে ত্রিপুরায় তৃণমূলর রাজ্য সদর দফতর। হঠাৎ মিছিলে থাকা বিজেপি কর্মী সমর্থকরা বাঁশ নিয়ে তৃণমূলের রাজ্য দফতরে ঢোকার চেষ্টা করে। শুরু হয়ে যায় ভাঙচুর! ছিড়ে ফেলা হয় রাজ্য সদর দফতরে আটকানো তৃণমূলের ফেসটুন! ছোড়া হয় ঢিল!
এই ঘটনার পর এক্স হ্যান্ডেলে তৃণমূলের তরফে লেখা হয়ে, ত্রিপুরায় তৃণমূলের অফিসে বিজেপি আশ্রিত দুষকৃতীদের এই আক্রমণ হিংসার কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা গণতন্ত্রের ওপর খোলাখুলি আক্রমণ। যখন বিরোধীদের কণ্ঠরোধ করতে শাসকপক্ষ হিংসা ছড়িয়ে দেয়, তখন তা শক্তি নয়, ভয় এবং নৈতিক দেউলিয়াপনাকে প্রকাশ করে ফেলে। এর আগে ২০২১ সালের অগাস্টে বিজেপি শাসিত ত্রিপুরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপর হামলা হয়। তার কিছুদিন আগে, ধলাইয়ের আমবাসায় আক্রান্ত হন, তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য ও অন্য়ান্য় নেতা-নেত্রী!কিছুদিন আগেই ত্রিপুরাতেই সিপিএমের পার্টি অফিসের একাংশও ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি আশ্রিত দুষকৃতীদের বিরুদ্ধে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)























