Tufangunj Storm: আচমকা ঝড়ে লন্ডভন্ড তুফানগঞ্জ, ধসে গেল বাড়িঘর
Coochbehar Storm: কারোও বাড়ির চাল উড়ে গেছে! কারও আবার পুরো বাড়িটাই ধসে গিয়েছে! উপড়ে পড়ে রয়েছে বিদ্যুতের খুঁটি, গাছ!
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কয়েক মিনিটের ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড কোচবিহারের তুফানগঞ্জের বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি হারিয়ে পথে দাঁড়াতে হয়েছে বহু পরিবারকে। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে প্রশাসন।
কারোও বাড়ির চাল উড়ে গেছে! কারও আবার পুরো বাড়িটাই ধসে গিয়েছে! উপড়ে পড়ে রয়েছে বিদ্যুতের খুঁটি, গাছ!
বুধবার সন্ধের কয়েক মিনিটের ঝড়বৃষ্টিতে কার্যত লন্ডভন্ড কোচবিহারের তুফানগঞ্জের ১নং ব্লক। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার একাধিক বাড়ি। মাথার ওপর ছাঁদ হারিয়ে খোলা আকাশের নীচে থাকতে হচ্ছে অনেককে।
কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা রথীন বর্মা বলেন, "প্রচুর বাড়ির ক্ষতি হয়েছে। ফসলের ক্ষতি হয়েছে।" ঘরবাড়ির পাশাপাশি ঝড়বৃষ্টিতে ক্ষতি হয়েছে ফসলেরও। অন্য আরেক বাসিন্দা বলেন, "ফসলের ক্ষতি হয়েছে। প্রশাসন পাশে দাঁড়াক।"
প্রশাসন সূত্রে খবর, বুধবার রাতেই এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তুফানগঞ্জে ১ নম্বর ব্লকের বিডিও।
ধূপগুড়ি পুর এলাকা সহ বারঘরিয়া, গাদং ১ গ্রাম পঞ্চায়েত, গাদং ২ গ্রাম পঞ্চায়েত সহ বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক বাড়িতে বড় বড় গাছ ভেঙে পড়েছে। অনেক ইলেকট্রিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ক্ষতি হয়েছে ফসলেরও। অনেক ভুট্টাখেত, পাটখেতের ক্ষতি হয়েছে। ঝড়ে গাছ পড়ে ফালাকাটা-ধূপগুড়ি সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ঢোকার মুখেই রাস্তার উপর ভেঙে পড়েছে বিশাল গাছ। তবে সন্ধে পর্যন্ত ঝড়ে হতাহতের কোনও খবর নেই। গ্রামীণ এলাকার বেশ কিছু রাস্তায় এখনও পড়ে রয়েছে গাছ। অনেকের বাড়িতে গাছ পড়ে যাওয়ায় বহু মানুষ অন্যের বাড়িতে বা প্লাস্টিকের নিচে রাত কাটান।