এক্সপ্লোর
Advertisement
UP Festive Guideline : যোগীরাজ্যে দুর্গাপুজো, নবরাত্রি উত্সবে কী কী বিধিনিষেধ জারি থাকছে?
রবিবার যোগী সরকার বিয়ের অনুষ্ঠানের জমায়েতে বিধি শিথিল করে ১০০ জন অবধি মানুষকে উপস্থিত থাকার অনুমতি দেয়। সেই সঙ্গে দাবি করা হয়, যোগীরাজ্যে করোনাগ্রাফ নিম্নমুখী।
লখনউ : সামনেই উত্সবের মরসুম। সঙ্গে করোনা তৃতীয় ঢেউয়ের চোখরাঙানি। এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে গণেশ চতুর্থীর প্রতিমা নিরঞ্জনে কোভিড বিধি না মানার। সেই সমব কিছু মাথায় রেখেই এবার উত্সবের মরশুমের জন্য বিশ্ষ গাইডলাইন প্রকাশ করল যোগী সরকার। উত্তরপ্রদেশে সাড়ম্বরে পালিত হয় নবরাত্রি, বিজয়া দশমী ও দীপাবলি। সরকারের তরফে রাজ্যে সর্বত্র আইন-শৃঙ্খলা বজায় রাখার আর্জি জানানো হয়েছে। সেইসঙ্গে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে জারি করা হয়েছে নির্দেশিকা।
আরও পড়ুন :
দেশে টানা পাঁচ দিন করোনায় দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৩০ হাজারের বেশি
কেন্দ্রের নির্দেশ মেনেই কোভিড বিধি লাগু করেছে যোগী সরকার। উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ কুমার অবস্থি (Uttar Pradesh additional chief secretary (Home) Avnish Kumar Awasthi) জানান,
- আমরা দুর্গামণ্ডপ ও রামলীলার মঞ্চ বাঁধার ক্ষেত্রে কমিটিগুলিকে বিশেষ সতর্ক থাকতে বলেছি। জনগণের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার দিকে খেয়াল রাখতে বলেছি।
- মণ্ডপ তৈরির জন্য যাতে কোনওমতেই যানজট না সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে।
- মণ্ডপে যেন খোলামেলা জায়গায় প্রতিমা রাখা হয়, সেইদিকে নজর রাখতে বলা হয়েছে।
- এছাড়া যে মাঠে মণ্ডপ তৈরি হচ্ছে, সেখানে যেন অতিরিক্ত লোক ভিড় না করে, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে।
- প্রতিমার উচ্চতা যতটা সম্ভব ছোট রাখতে বলা হয়েছে।
- প্রতিমা নিরঞ্জনে ছোট গাড়ি ব্যবহার করার কথা বলা হয়েছে।
- বিসর্জনের মিছিলে যতটা সম্ভব কম মানুষ যেন যোগ দেন, বলা হয়েছে নির্দেশিকায়।
- এছাড়া রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, যাতে সরকার বিদ্যুত্, জল, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেন, তা বলা হয়েছে।
রবিবার যোগী সরকার বিয়ের অনুষ্ঠানের জমায়েতে বিধি শিথিল করে ১০০ জন অবধি মানুষকে উপস্থিত থাকার অনুমতি দেয়। সেই সঙ্গে দাবি করা হয়, যোগীরাজ্যে করোনাগ্রাফ নিম্নমুখী।
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement