Covid 19 India Update: দেশে টানা পাঁচ দিন করোনায় দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৩০ হাজারের বেশি
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ৩০,২৫৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯৫ জন করোনা আক্রান্তর।
নয়াদিল্লি: দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা সামান্য কমলেও তা ৩০ হাজারের ওপরেই রয়েছে। এই নিয়ে টানা পাঁচ দিন দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৩০ হাজারের ওপরেই রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ৩০,২৫৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯৫ জন করোনা আক্রান্তর। গত দিনের তুলনায় মৃতের সংখ্যা কমেছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪৩,৯৩৮ জন আক্রান্ত। এরফলে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে ১৩ হাজার ৯৭৭।
দেশে অতিমারীর শুরুর পর থেকে মোট আক্রান্তর সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ৪১৯। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা রয়েছে চার লক্ষের কম। এই মুহূর্তে চিকিৎসাধীন ৩ লক্ষ ১৮ হাজার ১৮১ আক্রান্ত। এরইমধ্যে দেশে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ২৭ লক্ষ ১৫ হাজার ০১৫। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪৫ হাজার ১৩৩।
গত ৮ দিনে দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা
১২ সেপ্টেম্বর-২৭,২৫৪
১৩ সেপ্টেম্বর-২৫,৪০৪
১৪ সেপ্টেম্বর-২৭,১৭৬
১৫ সেপ্টেম্বর-৩০,৫৭০
১৬ সেপ্টেম্বর-৩৪,৪০৩
১৭ সেপ্টেম্বর-৩৫,৬৬২
১৮ সেপ্টেম্বর-৩০,৭৭৩
১৯ সেপ্টেম্বর-৩০,২৫৬
দেশে দৈনিক করোনা আক্রান্তর অর্ধেকের বেশি কেরলে। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৪৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে এই সংখ্যা ৪৫ লক্ষ ৮ হাজার ৪৯৩। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫২ জনের। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩,৫৯১। গত ২৪ ঘণ্টায় কেরলে সংক্রমণ-মুক্ত হয়েছেন ২৬,৭১১ করোনা আক্রান্ত। সবমিলিয়ে রাজ্যে করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে হয়েছে ৪৩ লক্ষ ১০ হাজার ৬৭৪।
দেশে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮০ কোটি ৮৫ লক্ষ ৬৮ হাজার করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গত একদিনে টিকাকরণ হয়েছে ৩৭ লক্ষ ৭৮ জনের। আইসিএমআরের তথ্য অনুসারে, এখন পর্যন্ত দেশে ৫৫.৩৬ কোটি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে করোনায় মৃত্যু হার ১.৩৩ শতাংশ। রিকভারি রেট ৯৭.৬৮ শতাংশ এবং অ্যাক্টিভ আক্রান্ত ০.৯৯ শতাংশ।