Vegetable Price Hike: চড় চড় করে দাম বাড়ছে সবজির, কলকাতার বাজারে অভিযানে টাস্ক ফোর্স
Market Price Hike: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও বেশি দামে বিক্রি হচ্ছে আনাজ। আলু-পটলের দামও চড়া। মানিকতলা বাজারে অভিযানে গিয়ে বেনিয়ম চোখে পড়েছে টাস্ক ফোর্সের।
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: শাক সবজি থেকে মাছ মাংসের আগুন দামের ( Vegetable Price Hike) আবহে মঙ্গলবার টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করে দাম কমানোর নির্দেশ দেন মুখ্য়মন্ত্রী। বুধবারের পর বৃহস্পতিবারও ফের সক্রিয় হল টাস্ক ফোর্স।
দাম নিয়ন্ত্রণে অভিযান: মঙ্গলে নির্দেশ দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। আর পরপর দুদিন অ্যাকশনে নামল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্স। শাকসবজি থেকে মাছ মাংস, খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে কলকাতা থেকে শুরু করে একাধিক জেলায় সকাল থেকে শুরু হয়েছে অভিযান। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও বেশি দামে বিক্রি হচ্ছে আনাজ। আলু-পটলের দামও চড়া। মানিকতলা বাজারে অভিযানে গিয়ে বেনিয়ম চোখে পড়েছে টাস্ক ফোর্সের। ব্যবসায়ীদের সঙ্গে রীতিমতো তর্ক-বিতর্ক হয় টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলের। সবজির আকাশছোঁয়া দামে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর, গতকাল থেকে বিভিন্ন বাজারে অভিযান চলছে। এদিন মানিকতলা বাজারে যান টাস্ক ফোর্সের সদস্য়রা। নজরদারির জন্য দাম সাময়িক কমলেও, আবার বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ক্রেতারা।
গত কয়েকদিন ধরেই পাল্লা দিয়ে বাড়ছে খাদ্য সামগ্রীর দাম। আলু, পেঁয়াজ-সহ নানা সব্জি থেকে মাছ, মাংস--- দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। এই পরিস্থিতিতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "১০ দিনের মধ্যে দাম কমাতে হবে। কী করে করবেন সেটা দেখতে হবে। আমি টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি দাম কমাতে হবে। ৭ দিন অন্তর টাস্ক ফোর্সের মিটিং হবে। তাতে মুখ্যসচিব, পুলিশ কমিশনার, ডিজি থাকবে।''
গতকাল কাঁকুড়গাছি বাজার, শিয়ালদার কোলে মার্কেটে অভিযান চালায় টাস্ক ফোর্স। পাইকারি বাজারে দামের সঙ্গে খুচরো বাজারের দামের পার্থক্য কত তা জানতে নথিপত্র দেখতে চাওয়া হয় বিক্রেতাদের থেকে। পাশাপাশি পানাগড় বাজার এবং দুর্গাপুরের স্টিল টাউনশিপের বাজারে জেলা প্রশাসন এবং ক্রেতা সুরক্ষা দফতরের তরফে চালানো হয় অভিযান। জলপাইগুড়ির বিভিন্ন বাজারে অভিযান চালায় জলপাইগুড়ি জেলা প্রশাসন ও কৃষি বিপণন দফতর। পশ্চিম মেদিনীপুরের বেলদা নন্দ মার্কেটে বিক্রেতাদের সঙ্গে কথা বলে পুলিশ। আসানসোল সবজি বাজারে যায় টাস্ক ফোর্সের প্রতিনিধি এবং জেলা প্রশাসন। হুগলির শেওড়াফুলি পাইরকারি বাজারে অভিযান চালানো হয় শ্রীরামপুরের SDO তরফে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Jessop Dumdum: জেশপের জমি জবরদখলের অভিযোগ, দমদমে তৃণমূল বনাম তৃণমূল