Vijay Diwas : মুক্তিযুদ্ধে বিজয়ের দিন, ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দল, বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর
বাংলাদেশের স্বাধীনতা-যুদ্ধে ভারতের অবদানের কথা স্বীকার করে অনুষ্ঠানে হাজির হয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা। বাংলাদেশ থেকে এসেছে ৯ জনের প্রতিনিধিদল।
কলকাতা : ১৬ ডিসেম্বর, ১৯৭১ ৷ বিকেল সাড়ে চারটে ৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর জেনারেল আরোরার কাছে আত্মসমর্পন করলেন পাক সেনা প্রধান নিয়াজি ৷ মুক্তিযুদ্ধে বিজয়ের দিন ৷ তার পর কেটে গিয়েছে অনেকগুলি বছর ৷ কিন্তু, আজও ম্লান হয়নি স্মৃতি ৷ প্রতিবছরই ভারত ও বাংলাদেশে সাড়ম্বরে পালিত হয় বিজয়দিবস । কিন্তু এবার বিজয় দিবস নিঃসন্দেহে আলাদা। প্রচ্ছন্ন নয়, এক্কেবারে খোলাখুলি ভারতবিদ্বেষী মন্তব্য করে চলেছেন বাংলাদেশের নেতারা। ভারতের বিরুদ্ধে বিদ্বেষ-বিষ ছড়িয়ে যুদ্ধজিগির তোলা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতালাভে যে দেশের অবদান সবথেকে বেশি, সেই ভারতের বিরুদ্ধেই ঘৃণার উদ্গীরণ চলছে অবিরাম। অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, তাদের 'জাতির জনক' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিহ্নটুকুও রাখতে নারাজ তারা। ভাঙা হয়েে বঙ্গবন্ধুর মূর্তি, তাঁর স্মৃতিবিজড়িত ভবন হয়েছে তছনছ, বাংলাদেশের টাকা থেকে তুলে দেওয়া হচ্ছে তাঁর মুখ, পাঠ্যসূচি থেকে বাদ পড়তে চলেছে বঙ্গবন্ধুর কথা। এই পরিস্থিতিতে আবারও একটা বিজয় দিবস পালন।
কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। এদিন বাংলাদেশের স্বাধীনতা-যুদ্ধে ভারতের অবদানের কথা স্বীকার করে অনুষ্ঠানে হাজির হয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা। বাংলাদেশ থেকে এসেছে ৯ জনের প্রতিনিধিদল। বিজয় দিবসে ৭১-এর যুদ্ধে অংশ নেওয়া ভারতের বীর সেনাদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 'দেশের ইতিহাস বীর সেনানীদের চিরকাল মনে রাখবে, তাঁদের বলিদান প্রজন্মের পর প্রজন্মের কাছে অনুপ্রেরণা' শ্রদ্ধাজ্ঞাপন করে লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, 'আজ, বিজয় দিবসে, আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের দেশকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাঁদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাঁদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশের ইতিহাসে গভীরভাবে গাঁথা থাকবে।'
১৯৭১-এ পাকিস্তানের সেনাবাহিনীকে পর্যুদস্ত করে বাংলাদেশকে স্বাধীন করার সেই ঐতিহাসিক ভিডিও পোস্ট করে শহিদদের শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় সেনাও। 'মাত্র ১৩ দিনের যুদ্ধে ৯৩ হাজার পাক সেনাকে আত্মসমর্পণে বাধ্য করেছিল ভারতীয় সেনা। আজকের তারিখ মনে করিয়ে দেয়, বন্ধুর প্রতি ভারতের প্রতিশ্রুতিকে। একই সঙ্গে শত্রুকে মনে করায় ভারতের ক্ষমতা' এক্স হ্যান্ডলে পোস্ট ভারতীয় সেনার।
অন্যদিকে, এই পরিস্থিতিতেও সোমবার বাংলাদেশে পালিত হচ্ছে বিজয় দিবস। গত ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামি লিগ সরকারের পতন ও ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্বভার নেওয়ার পর বাংলাদেশে এটাই প্রথম বিজয় দিবস উদ্যাপন। তাতে অংশ নিয়েছেন মহম্মদ ইউনূসও। ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সূচনা হয়েছে অনুষ্ঠান। শহিদদের স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। বাংলাদেশে বিজয় দিবস উপলক্ষ্যে দিনভর নানা কর্মসূচি রয়েছে।
অন্যদিকে বিজয় দিবসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হাসিনা-পুত্র সজীব। তিনি লিখেছেন, 'স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর সাথে মিলিত হয়ে গণহত্যা চালানো যুদ্ধাপরাধীদের উত্তরসূরিরা আজ অবৈধ সরকারের সান্নিধ্যে রয়েছে। ' সব বিভেদ ভুলে, ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।