(Source: Poll of Polls)
Mamata Banerjee: সাধু-সন্তদের একাংশকে নিয়ে মমতার মন্তব্য, সরব বিশ্ব হিন্দু পরিষদ
West Bengal News: পঞ্চম দফা ভোটের দিনেও বঙ্গ রাজনীতির ময়দান তেতে রইল সাধু-সন্তদের একাংশকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য ঘিরে
কলকাতা: সাধু-সন্তদের একাংশকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনায় সরব হল বিশ্ব হিন্দু পরিষদ। মুখ্যমন্ত্রীর মন্তব্যকে অশোভনীয় ও অবাঞ্ছিত বলে উল্লেখ করল তারা। এদিকে তৃণমূলনেত্রীর বিতর্কিত মন্তব্য নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে সাফাইয়ের সুর শোনা জোড়াফুল শিবিরে।
মমতার মন্তব্যে সমালোচনায় সরব: পঞ্চম দফা ভোটের দিনেও বঙ্গ রাজনীতির ময়দান তেতে রইল সাধু-সন্তদের একাংশকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য ঘিরে। শনিবাররের পর সোমবারও ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলডাঙা শাখার প্রধান কার্তিক মহারাজকে ঝাঁঝালো আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গের সম্পাদক চন্দ্রনাথ দাস বলেন, "হিন্দু অরাজনৈতিক সংগঠনগুলিকে রাজনীতির প্রাঙ্গনে সংমিশ্রণ করে যে জঘন্য রাজনীতির আমদানি করেছেন, তা অবাঞ্ছিত ও অশোভনীয় কার্যকলাপ হিসাবে গণ্য করা উচিত।''
শনিবার গোঘাটের সভা থেকে মমতা বলেন, "আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইন্সস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানই বা কেন করব? আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন, তাঁকে দেখতে গেছিলাম। আমি বলেছি দু-একজনের কথা। গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের অফিস আছে, আশ্রম আছে, ওরা এত ভাল, ওরা সত্যি আমাকে খুব ভালবাসে এবং মানুষের কাজ করে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তাঁর নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের, ভোটের দু-দিন আগে, মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন, তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম।''
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই তাঁর বিরুদ্ধে সরব হন প্রধানমন্ত্রী। সোমবার ভোটপ্রচারে এসে প্রধানমন্ত্রী বলেন, এখানকার মুখ্যমন্ত্রী নিজে হিন্দু সন্তদের হুমকি দিচ্ছেন। রামকৃষ্ণ মিশন, ইস্কন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, এগুলো আমাদের বাংলার অধ্যাত্মিক পরিচিতি, এখানকার মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে এই মহান সংস্থাগুলোকে হুমকি দিচ্ছেন। আর এই হুমকি তৃণমূলের গুন্ডাদের সাহস বাড়িয়ে দিয়েছে, জানা গেছে জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের আশ্রমে কাল রাতে ভাঙচুর করা হয়েছে। আশ্রমের কর্মীদের সঙ্গে মারপিট করা হয়েছে। তাঁদের হুমকি দেওয়া হয়েছে। এমনকী আইনি নোটিস পাঠিয়েছেন কার্তিক মহারাজও। এরপর গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন। লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি সেটা প্রমাণ ছাড়া বলি না।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Congress:'শৃঙ্খলাহীনতাকে কখনওই বরদাস্ত নয়' খাড়গের ছবিতে কালি লাগানোয় কড়া বিবৃতি