(Source: ECI/ABP News/ABP Majha)
Birbhum News: বিশ্বভারতীতে ফরেনসিক দল, হস্টেল থেকে নমুনা সংগ্রহ, সিআইডি তদন্ত চায় পরিবার
Visva Bharati Student Death: ওই ছাত্রের মৃত্যুর পর ধর্নায় বসে গোটা পরিবার। সামিল হন পড়ুয়াদের একাংশ।
আবির ইসলাম, পরিতোষ দাস, বীরভূম: বিশ্বভারতীতে (Visva Bharati Update) ছাত্রের (Death of Student) রহস্যমৃত্যুতে হস্টেল থেকে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল (Forensic Team)। শান্তিনিকেতন (Santiniketan) থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে ছাত্রের পরিবার।
ছাত্রের রহস্যমূত্যুতে উত্তাল হয় বিশ্বভারতী
হস্টেলে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল শান্তিনিকেতন। ২১ এপ্রিল পাঠভবনের এই উত্তরণ ছাত্রাবাস থেকে উদ্ধার হয় দ্বাদশ শ্রেণির ছাত্র অসীম দাসের মৃতদেহ। সেই ঘটনার সাত দিন পর বৃহস্পতিবার ঘটনাস্থলে গেল রাজ্য ফরেন্সিক দল (Birbhum News)।
এ দিন হস্টেল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক দলের তিন সদস্য। প্রায় ৪০ মিনিট ধরে নমুনা সংগ্রহ শেষে শান্তিনিকেতন থানায় যান ফরেন্সিক দলের সদস্যরা। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, "ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। এই ঘটনায় সিআইডি তদন্তের জন্য আমরা জানিয়েছি। আগামী দিনে যা হবে সেটা জানিয়ে দেওয়া হবে।"
আরও পড়ুন: Bus Service Closed : ২ বছর বন্ধ ইসলামপুর-কলকাতা সরকারি বাস পরিষেবা, সমস্যায় উত্তর দিনাজপুরবাসী
ওই ছাত্রের মৃত্যুর পর ধর্নায় বসে গোটা পরিবার। সামিল হন পড়ুয়াদের একাংশ। বলা হয়, মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করার সৌজন্যটুকুও দেখাননি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই নিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে উপাচার্যের বাড়ির গেট ভেঙে ঢোকার চেষ্টা করার অভিযোগ ওঠে। সরাসরি রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে নিরাপত্তা চেয়ে বার্তা পাঠান উপাচার্য।
সিআইডি তদন্তের দাবি মৃত ছাত্রের পরিবারের
এই ঘটনায় প্রথম থেকেই খুনের অভিযোগ করে মৃতের পরিবার। দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে তারা। ওই ছাত্রের বাবা সঞ্জীব দাস বলেন, "দোষীদের শাস্তি হোক। সিআইডি তদন্ত করে দোষীদের শাস্ত দেওয়া হোক।" অন্য দিকে, বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ফরেন্সিক দলকে তদন্তে সবরকম ভাবে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও সমস্ত রকম ভাবে সহযোগিতা করা হবে।