Visva Bharati University: নয়া স্বীকৃতি, UNESCO-র ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় জায়গা পেতে চলেছে বিশ্বভারতী
UNESCO-র ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় ঠাঁই পেতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিশ্ববিদ্যালয়।
ভাস্কর মুখোপাধ্যায়, আবীর ইসলাম, বীরভূম: বিশ্বভারতীর মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। UNESCO-র ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় ঠাঁই পেতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য বিশ্ববিদ্যালয়। বুধবার ট্যুইট করে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী। সেপ্টেম্বরে রিয়াধে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতিপ্রাপ্তির ঘোষণা হবে।
শুধু রবিমাস নয়, বারোমাস এখানে আকাশ-বাতাসে ভেসে বেড়ায় রবিরাগিনী, কবির জন্মমাসে এই রবিভূমে এল সুখবর। UNESCO-র ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় ঠাঁই পেতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিশ্ববিদ্যালয়। ২৫ শে বৈশাখের ঠিক পরদিনই ট্যুইটে এই সুখবরের কথা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি।
🇮🇳 ভারতের জন্য দারুণ খবর!
— G Kishan Reddy (@kishanreddybjp) May 10, 2023
পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন (যেখানে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম স্কুল প্রতিষ্ঠা করেছিলেন) #ICOMOS এর বিশ্ব ঐতিহ্য তালিকাতে @UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের উপদেষ্টা সংস্থা দ্বারা শিলালিপিটির জন্য সুপারিশ করা হয়েছে। pic.twitter.com/M9ZuhERMpg
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ইউনেস্কোর উপদেষ্টা সংগঠন The International Council on Monuments and Sites বা ইকোমসের পক্ষ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় বিশ্বভারতীর নাম নথিভুক্তিকরণের সুপারিশ করা হয়েছে।
আগামী সেপ্টেম্বরে সৌদি আরবের রিয়াধে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতিপ্রাপ্তির ঘোষণা হবে।
২০২৩ সালের সেপ্টেম্বরে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য বিশ্ব ঐতিহ্য কমিটির সভায় এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
— G Kishan Reddy (@kishanreddybjp) May 10, 2023
আমাদের এই বিশ্বব্যাপী সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রদর্শনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী @narendramodi জীর দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করে তুলেছে।
এই সুখবর প্রকাশ্যে আসার পরেই শান্তিনিকেতন জুড়ে যেন উৎসবের আমেজ। বিশ্বভারতী অধ্যাপক কিশোর ভট্টাচার্য বলছেন, নতুন এই সাফল্যের কৃতিত্ব আচার্য ও উপাচার্যর। আমরা এই খবরে খুশি
UNESCO-র ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় বিশ্বভারতীর জায়গা পাওয়া নিয়ে চূড়ান্ত ঘোষণা কবে? শান্তিনিকেতনের পড়ুয়াদের মধ্যেও খুশির হাওয়া। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অমিত সাহার কথায়, হেরিটেজ তকমা পেলে বিশ্বভারতীয় বিল্ডিংগুলো রক্ষা হবে। এ নিয়ে খুশি পড়ুয়ারাও। বলছেন, আমরা খুব খুশি, বাইরে গেলে আমরা গর্ব করে বলতে পারব।যদিও বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি তিনি। হেরিটেজ তালিকায় বিশ্বভারতী? ২০২৩ সালের সেপ্টেম্বরে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য বিশ্ব ঐতিহ্য কমিটির সভায় এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ।