(Source: ECI/ABP News/ABP Majha)
Panchayat Election: দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা, তার মধ্যেই পঞ্চায়েত নির্বাচনে ভোটার সংখ্যা বাড়ল ১১.৫১%
Panchayat Voter:পঞ্চায়েত নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করল কমিশন।
রুমা পাল, কলকাতা: কবে পঞ্চায়েত ভোট, দিনক্ষণ নিয়ে ধোঁয়াশার মধ্যেই বাড়ল ভোটার। ২০১৮-র তুলনায় পঞ্চায়েত নির্বাচনে ভোটার সংখ্যা বাড়ল ১১.৫১%। ২০১৮-র তুলনায় ভোটার সংখ্যা বাড়ল ৫৮ লক্ষ ৫১ হাজার ১১৭। পঞ্চায়েত নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করল কমিশন। ১০ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে রাজ্য নির্বাচন কমিশন।
কবে হবে ভোট?
পঞ্চায়েত ভোটের দিনক্ষণ এখনও স্পষ্ট নয়। কারণ পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা, অনগ্রসর শ্রেণির আসন পুনর্বিন্যাসের দাবিতে মামলা হয়। 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি নয়', অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়িয়ে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি পর্যন্ত ভোটের বিজ্ঞপ্তি জারিতে নিষেধাজ্ঞা। বিরোধী দলনেতার করা মামলার প্রেক্ষিতে নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের।
সম্প্রতি দুয়ারে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) উপলক্ষ্যে তৃণমূল নেতা-কর্মীদের কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সামনে চলে আসা বিবাদ-বিতর্ক মিটিয়ে নিতে বলে সময়সীমা বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি শান্তিপূর্ণ ভোটের বার্তা দিয়ে আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েত ভোটের আগে ১০০ দিনের কাজ, আবাস যোজনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে অভিযোগে জেরবার প্রশাসন। একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় দল এসেছে রাজ্যে। তা নিয়ে শাসক দল তৃণমূল এবং বিরোধী দলগুলির মধ্যে তীব্র তরজাও চলেছে। পঞ্চায়েতের আগে রাজনৈতিক দলগুলির প্রচারের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে এই দুর্নীতির অভিযোগগুলি।
এদিকে রাজ্য বাজেটে পঞ্চায়েতের আগে গ্রামের একাধিক প্রকল্পে নজর দেওয়া হয়েছে। রাস্তাশ্রী। যে প্রকল্পের অধীনে ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তার জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে রাস্তা নিয়ে যে বড় ঘোষণা গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও বড় ঘোষণা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় নাম থাকা যে সকল মহিলারা ৬০ বছর বয়স পেরোবেন তাঁরা সরাসরি বার্ধক্য ভাতার অধীনে ১০০০ টাকা করে পাবেন। তরুণদের আর্থিক সহায়তা প্রকল্প - ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের আর্থিক সহায়তার জন্য ঋণপ্রকল্প। এই খাতে ৩৫০ কোটি টাকা বরাদ্দ। ১৮-৪৫ বছরের মধ্যে যাঁরা স্বনিযুক্তি প্রকল্পের জন্য ৫ লক্ষ টাকা ঋণ পাবেন।
আরও পড়ুন: বাগদার রঞ্জনের নতুন কীর্তি ফাঁস! এক পরিবারের ৫ জনের জন্য ৪৪ লক্ষ নেওয়ার অভিযোগ