Murshidabad News: '২ মিনিটের জন্য বেঁচে গেল, আমার পরিবার আতঙ্কিত হয়ে...', ওয়াকফ-অশান্তির আঁচ TMC বিধায়কের গায়েও !
Central Force Deployed: থমথমে সুতি, সামশেরগঞ্জের একাধিক এলাকায় লাগাতার টহল দিচ্ছে পুলিশ ও বিএসএফ।

ফরাক্কা : বাড়ির গেটের সামনে আগুন জ্বালানো। ইট-পাটকেল ছোড়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন ফরাক্কার তৃণমূল কংগ্রেস বিধায়ক মণিরুল ইসলাম। মুর্শিদাবাদে ওয়াকফ-অশান্তির আবহে তৃণমূল সাংসদ খলিলুর রহমানকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়েছে। এনিয়ে গতকালই তাঁরা পৌঁছে যান থানায়।
ঘটনার জেরে তাঁর পরিবার আতঙ্কিত বলে জানিয়েছেন ফরাক্কার বিধায়ক। কী হয়েছিল ? এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, "পরিবার আতঙ্কিত হয়ে, আমি আমার ...যেখানে আমি বসবাস করি...রতনপুর বাসভবনে নিয়ে গেলাম। আমার বৃদ্ধা মা আছে। আমার পুরো পরিবার। আমরা দুই ভাই। দুই ভাইয়ের মধ্যে বড়দা এখানে থাকে। আমি এমএলএ হওয়ার পরে ওই বিধানসভায় চলে যাই। সামশেরগঞ্জ ব্লকের দুটো অঞ্চল আমার ফরাক্কা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। আমি কাঞ্চনতলা অঞ্চলে এখন বসবাস করছি। আমার পরিবার আতঙ্কিত হয়ে, আমার গাড়িতে অ্যাটাক...দু'মিনিটের জন্য বেঁচে গেল। এখানে ইট-পাটকেল ছোড়া হয়েছে। আমার গেটের সামনেও আগুন লাগানো হয়েছে। এখনও দাউদাউ করে আগুন জ্বলছে বাড়িতে। এই অবস্থা চলছে। পুলিশ প্রশাসনকে বললাম। যেন, রাস্তায় কোনও ভিড় না থাকে। রাস্তাটাকে ক্লিয়ার করে দেওয়া হোক।"
ওয়াকফ অশান্তির মুখে পড়লেন জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ (TMC MP) খলিলুর রহমানও। তিনি বলেন, "গতকালের এই ঘটনায় আমি খুবই মর্মাহত। আমি খুবই আহত হয়েছি যে, এটা কাম্য ছিল না। আমরা কখনো আশা করিনি...আমি আমার এই ৬৫ বছর বয়সে এটা কখনো দেখিনি, শুনিনি। কিন্তু, এটা দেখলাম। কী দেখলাম ? নেতৃত্ব-বিহীন এবং ব্য়ানার-বিহীন একটা দল, কয়েক হাজার ছেলেরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে। যারা ওয়াকফ সম্পর্কে বোঝেই না। ওয়াকফ কী জিনিস তারা বোঝেই না। তারপরেও তারা যে প্রতিবাদ করেছে... আমি সেই সময় পার্টির কিছু কর্মসূচির জন্য জঙ্গিপুর যাচ্ছিলাম। গাড়ি থেকে নেমে আমি প্রত্যেকের কাছে হাতজোড় করে অনুরোধ করি, আপনারা ফিরে যান। কিন্তু, তারা উল্টো আমাকে গালিগালাজ শুরু করল। পুলিশ সরিয়ে দেওয়ার পরে আমি আবার এগিয়ে গেলাম সাজুর মোড়ে। সেখানেও আমার গাড়িতে হামলা হয়। মনে হচ্ছে, আমাকে গাড়ি থেকে নামিয়ে নেবে। সেখানেও পুলিশ আমাকে বের করে দেয়। তাদের কী যে উদ্দেশ্য তা পুলিশের লোকও বুঝতে পারেনি, আমরাও বুঝতে পারছি না।" এই পরিস্থিতিতে থমথমে সুতি, সামশেরগঞ্জের একাধিক এলাকায় লাগাতার টহল দিচ্ছে পুলিশ ও বিএসএফ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
