WB College Admission: অপেক্ষার অবসান, খুলছে কলেজে ভর্তির পোর্টাল; কবে থেকে আবেদন?
College Admission Update: এপ্রিল মাসে ফল বেরিয়েছে ISC-র। এরপর প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলও। CBSE-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হয়েছে ১৩ মে। কিন্তু এখনও শুরু হয়নি স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের প্রায় ৪০ দিন পর খুলছে কলেজে ভর্তির পোর্টাল। সূত্রের খবর, আগামী ১৭ জুন স্নাতকে ভর্তির পোর্টাল খুলছে। বিকেল ৪টেয় পোর্টালের উদ্বোধন। সেদিন থেকেই ভর্তির আবেদন করা যাবে।
এপ্রিল মাসে ফল বেরিয়েছে ISC-র। এরপর প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলও। CBSE-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হয়েছে ১৩ মে। কিন্তু এখনও শুরু হয়নি স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া। যা নিয়ে ক্রমেই আশঙ্কা বাড়ছিল শিক্ষামহলের অন্দরে। কবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে চিন্তায় লক্ষ লক্ষ পড়ুয়ারা। দ্বাদশ পাস করে কলেজে যাওয়ার অপেক্ষায় তাঁরা। এই আবহে জানা গেল, আগামী সপ্তাহে খুলে যাচ্ছে কলেজে ভর্তির পোর্টাল। কলেজে ভর্তির জন্য গতবছর থেকে কেন্দ্রীয়ভাবে ভর্তির পোর্টাল খুলেছে সরকার। পোর্টাল না খোলার ফলে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছিল। অনেকে বলছিলেন সংরক্ষণের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত না জানানোর ফলে এই পোর্টাল খোলা পিছিয়ে যাচ্ছে। অবশেষে জানা গেল, সরকারি সিদ্ধান্ত। সম্ভবত জুন মাসের ১৭ তারিখ এই পোর্টালের উদ্বোধন করা হবে। ওই দিন বিকেল ৪টে নাগাদ হতে পারে পোর্টালের উদ্বোধন। উদ্বোধনের পর ওইদিন থেকেই ভর্তির আবেদন করতে পারবেন পড়ুয়ারা।
গত ১০ জুন, এর আগে বিধানসভায় কলেজে ভর্তি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রশ্ন করেন বিজেপি বিধায়ক। তার উত্তরে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, "কলেজে ভর্তির প্রক্রিয়া ঠিক সময়েই শুরু হবে। UGC-র গাইডলাইন মেনেই সব করা হচ্ছে। পোর্টাল রেডি, খুব শীঘ্রই চালু হবে। আমরা সবটাই সময় মেপে করছি।'' ভর্তি পিছিয়ে যাওয়া রাজ্যের সমস্যা বাড়বে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন উপাচার্য থেকে অধ্যক্ষদের একাংশ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয় সবথেকে বড় বিশ্ববিদ্যালয়। সবথেকে বেশি সংখ্যায় কলেজ রয়েছে। বাচ্চারা উচ্চমাধ্যমিক পাশ করে জিজ্ঞেস করছে কবে ভর্তি হব? উত্তর দিতে পারছি না। তাঁরা এটা বোঝে কবে কোথায় কোন সমস্যা সরকার করেছিল, তার বলি ওঁরা হচ্ছে। আজকে যদি এভাবে আটকে থাকে, এর দায় তো আমাদের নয়, সরকারের।'' শিক্ষামহলের আশঙ্কা- ভর্তিতে দেরি হলে ভাল ছাত্ররা রাজ্যের বাইরে চলে যাবেন বা বেসরকারি জায়গায় ভর্তি হবেন। পাশাপাশি, পিছিয়ে যাবে অ্যাকাডেমিক ক্যালেন্ডার। জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় জানিয়েছিলেন, "ভাল ছাত্ররা বাইরে চলে যাবে। সরকার কিছুই দেখছে না।''
Education Loan Information:
Calculate Education Loan EMI






















