WB Covid Curbs: কাল থেকে মেট্রোরেলে বন্ধ হচ্ছে টোকেন
WB Covid Restriction: কাল থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে নির্ধারিত সূচি অনুযায়ীই চলবে মেট্রোরেল। যাত্রীসংখ্যা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে কাল থেকে মেট্রোরেলে বন্ধ হয়ে যাচ্ছে টোকেন। চালু থাকবে স্মার্টকার্ড।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: করোনা মোকাবিলায় কাল থেকেই কড়া বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। মেট্রোরেল চলার ক্ষেত্রে কোনও বাধার কথা না জানানো হলেও, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানোর কথা বলা হয়েছে। এই পরিস্থিতিতে কাল থেকেই মেট্রোরেলে বন্ধ হয়ে যাচ্ছে টোকেন। যাত্রীদের যাতায়াত করতে হবে স্মার্টকার্ড নিয়ে।
আজ নবান্নে সাংবাদিক বৈঠকে কড়া বিধিনিষেধ জারি করার কথা জানিয়েছেন মুখ্যসচিব। তিনি জানিয়েছেন, ‘ব্রিটেন থেকে কলকাতায় আসা বিমানে কাল থেকে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। অন্য দেশগুলি থেকে আসা বিমানযাত্রীদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক। ১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হল দুয়ারে সরকার। কাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কাল থেকে বন্ধ। সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা। বেসরকারি অফিসেও ৫০ শতাংশ হাজিরা। সুইমিং পুল, স্পা, জিম, বিউটিপার্লার, সেলুন কাল থেকে বন্ধ। চিড়িয়াখানা সহ সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। শপিং মলে ৫০ শতাংশ প্রবেশ। খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রেস্তোরাঁ, পানশালাও ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা থাকবে। অনুষ্ঠান হলে ৫০ শতাংশ উপস্থিতি। বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জনের উপস্থিতি। মৃতদেহ নিয়ে যেতে পারে সর্বোচ্চ ২০ জন। সন্ধে ৭টার পর সব লোকাল ট্রেন বন্ধ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল। ৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরো সময় চলবে মেট্রোরেল।’
মুখ্যসচিব আরও জানিয়েছেন, ‘রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়া বিধিনিষেধ। মুম্বই ও দিল্লি থেকে সপ্তাহে দু’টির বেশি উড়ান নয়। কোনও অঞ্চলে পাঁচজনের বেশি করোনা আক্রান্ত হলে সংশ্লিষ্ট অঞ্চলটিকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হবে। ইতিমধ্যেই কলকাতায় ১১টি জায়গা মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়া বিধিনিষেধ জারি থাকবে।’
২২ জানুয়ারি রাজ্যের চারটি কর্পোরেশনে ভোট। ইতিমধ্যেই ভোটের নির্ঘণ্ট জারি করা হয়েছে। বিভিন্ন দল প্রচারও শুরু করে দিয়েছে। তাতে কি রাজ্য সরকার কোনওরকম বিধিনিষেধ জারি করবে? এ বিষয়ে মুখ্যসচিব জানিয়েছেন, ‘পুরভোটে কোভিড বিধি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন।’