WB HS Results 2022 : দিনহাটার একটি স্কুল থেকেই মেধাতালিকায় ১০
West Bengal HS Results 2022 : মেধাতালিকায় জায়গা করে নিল জেলার ২২ জন ছাত্র-ছাত্রী। এরমধ্যে শুধু একটি স্কুল থেকেই ১০ জন তালিকায় জায়গা করে নিয়েছে
শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা : মাধ্যমিক (Madhyamik) হোক বা উচ্চ মাধ্যমিক (Higher Secondary), সাফল্যের হারে বরাবর নজর কেড়েছে পূর্ব মেদিনীপুর। একইভাবে ধারাবাহিকতা বজায় রেখে রাজ্যবাসীর নজর কেড়ে নিল কোচবিহার (Coochbehar) জেলা। উচ্চ মাধ্যমিকের ফলাফলে এখানকার ছাত্র-ছাত্রীদের জয়জয়কার। মেধাতালিকায় জায়গা করে নিল জেলার ২২ জন ছাত্র-ছাত্রী। এরমধ্যে শুধু একটি স্কুল থেকেই ১০ জন তালিকায় জায়গা করে নিয়েছে। এনিয়ে উচ্ছ্বসিত জেলার শিক্ষামহল।
মেধাতালিকায় কোন স্কুলের কারা ?
দিনহাটা সোনীদেবী জৈন হাই স্কুলের ছাত্রী অধীশা দেবশর্মা। ৪৯৮ পেয়ে উচ্চমাধ্যমিকের (HS Result) মেধাতালিকায় (Merit List) প্রথম সে। স্বাভাবিকভাবেই নম্বরে ভীষণ খুশি অধীশা। এই স্কুল থেকে চতুর্থ হয়েছে অনুষ্কা ভট্টাচার্য। পঞ্চম স্থান অধিকার করে নিয়েছে দুই জন- অদিতি সাহানা, দিৎসা সূত্রধর। সপ্তম হয়েছে- আযুস্কা ভৌমিক, অষ্টম হয়েছে অনন্যা দেব ও কেকা রায়। নবম হয়েছেন মিতালী বর্মণ, দশম দুজন- প্রেরণা বর্মণ ও রীতম বর্মণ। স্কুলের এই সাফল্যে খুশি শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা। অনলাইন ক্লাসে গুরুত্ব দেওয়ার ফলে এই সাফল্য বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক পিন্টু কর্মকার।
আরও পড়ুন ; পথ শিশুদের জন্য কাজ করতে চান উচ্চমাধ্যমিকের প্রথম স্থানাধিকারী অধীশা
এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় অধীশা জানিয়েছেন, দিনে টিউশন বাদে মাত্র চার থেকে ৫ ঘণ্টা পড়াশোনা করতে সে। ৯ জন শিক্ষিকা ছিল তার। আগামী দিনে কী করতে চায় অধীশা ? প্রথম স্থানাধিকারী ছাত্রী জানাচ্ছেন, সৎ পথেই এগিয়ে যেতে চায় সে। আগামীদিনে পথ শিশুদের জন্য কাজ করার ইচ্ছেও রয়েছে তার।
অন্যদিকে, কোচবিহারের মাথাভাঙার বকশীগঞ্জ আব্দুল কাদের সরকার হাই স্কুলের ছাত্র ভানু রবিদাস ষষ্ঠ হয়েছে, ষষ্ঠ হয়েছে আরও তিনজন- নিশিগঞ্জ নিশিময়ী হাই স্কুলের মুশফিকা পারভীন, মণীন্দ্রনাথ হাই স্কুলের পিয়ালি সেন, জেনকিনস স্কুলের ছাত্র ঋদ্ধিমান বিশ্বাস। সপ্তম হয়েছে চারজন- সুনীতি অ্যাকাডেমির পূর্বালি পাল, মণীন্দ্রনাথ হাই স্কুলের অস্মিতা দাস, জেনকিনস স্কুলের শিবম দেব । এছাড়াও অষ্টম, নবম ও দশম স্থানেও কোচবিহারের ছেলে-মেয়েরা রয়েছে।