WB Live News Update: ছেলেধরা সন্দেহে ফের উত্তর ২৪ পরগনায় সামনে এল গণপিটুনির ঘটনা
WB Live News Update Today: UGC-NET, CSIR UGC NET-এর পর NEET-PG এন্ট্রান্স-ও স্থগিত। আগের রাতে তড়িঘড়ি স্থগিতের ঘোষণা। প্রবেশিকার পবিত্রতা রক্ষার কারণ দেখাল কেন্দ্র।
LIVE

Background
WB News Live Update: ছেলেধরা সন্দেহে ফের উত্তর ২৪ পরগনায় সামনে এল গণপিটুনির ঘটনা
৫ দিনে ৫ বার। ছেলেধরা সন্দেহে ফের উত্তর ২৪ পরগনায় সামনে এল গণপিটুনির ঘটনা। গতকাল বনগাঁর ঠাকুরপল্লিতে বেধড়ক মারধর করা হল এক ভবঘুরেকে। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, রবিবার দুপুরে গাইঘাটায় ছেলেধরা সন্দেহে যুবককে পুলিশের সামনেই গণপিটুনি দিল উত্তেজিত জনতা। কিন্তু গুজবের জেরে কেন বারবার আইন হাতে তুলে নিচ্ছে স্থানীয়রা?
বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সচেতনতামূলক প্রচার চালালেন এলাকার তৃণমূল কাউন্সিলর।
West Bengal News Live: কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ
কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ। টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিউটাউনে তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ। হাতিশালার তৃণমূল নেতা রাজু নস্করের নেতৃত্বে হামলার অভিযোগ। ধাক্কাধাক্কি হয়েছে, মারধর করিনি, দাবি অভিযুক্ত তৃণমূল নেতার।
NEET Scam Row: এবিপি আনন্দে ফাঁস হল প্রশ্নফাঁসকাণ্ডের পাটনা মডিউল
এবিপি আনন্দে ফাঁস হল প্রশ্নফাঁসকাণ্ডের পাটনা মডিউল! পরীক্ষার আগের রাতে প্লে স্কুলে আনা হয়েছিল ১৫-২০ জন পরীক্ষার্থীকে। ছাদে পোড়ানো হয়েছিল প্রশ্নপত্রও। এবিপি আনন্দে চাঞ্চল্যকর স্বীকারোক্তি করলেন প্রশ্নফাঁসকাণ্ডে সন্দেহভাজন।
NEET Scam Row: এবিপি আনন্দে ফাঁস হল প্রশ্নফাঁসকাণ্ডের পাটনা মডিউল
এবিপি আনন্দে ফাঁস হল প্রশ্নফাঁসকাণ্ডের পাটনা মডিউল! পরীক্ষার আগের রাতে প্লে স্কুলে আনা হয়েছিল ১৫-২০ জন পরীক্ষার্থীকে। ছাদে পোড়ানো হয়েছিল প্রশ্নপত্রও। এবিপি আনন্দে চাঞ্চল্যকর স্বীকারোক্তি করলেন প্রশ্নফাঁসকাণ্ডে সন্দেহভাজন।
West Bengal Live News: তপনে গৃহবধূকে নৃশংস খুন, দেহ টুকরো টুকরো করে চাষের জমিতে লোপাটের চেষ্টা!
তপনে গৃহবধূকে নৃশংস খুন, দেহ টুকরো টুকরো করে চাষের জমিতে লোপাটের চেষ্টা! ট্রাক্টরের রোটারে মৃতদেহ ছিন্ন-বিচ্ছিন্ন করে মিশিয়ে দেওয়া হয় চাষের জমিতে!
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
