Aroop Biswas: ১৭ মাস ধরে বেতন নেই ISRO-তে! বিধানসভায় অভিযোগ অরূপের, পাল্টা DA-র কথা মনে করাল BJP
West Bengal Assembly: বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর দুর্গম জায়গায় অবতরণ করেছে চন্দ্রযান-৩। তার মধ্যেই মারাত্মক অভিযোগ।
উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশিস বাগচী, কলকাতা: চাঁদের বুকে চন্দ্রযান-৩ মহাকাশযানের (Chandrayaan-3) পদার্পণ ঘিরে খুশির আমেজ সর্বত্র। তার মধ্যেই রাজ্য বিধানসভায় মারাত্মক অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। তাঁর দাবি, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র বিজ্ঞানীদের একাংশ গত ১৭ মাস ধরে বেতন পাচ্ছেন না। যদিও বক্তৃতার মাঝেই তাঁকে থামিয়ে দেন অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্যায় (Biman Banerjee)। এর পাল্টা, রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার প্রসঙ্গ তুলে পাল্টা তোপ দাগে বিজেপি (BJP)।
বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর দুর্গম জায়গায় অবতরণ করেছে চন্দ্রযান-৩। ISRO-র এই কৃতিত্বে যখন গর্বিত গোটা দেশ, আনন্দের রেশ সর্বত্র, সেই সময়ই ISRO-র বিজ্ঞানীদের একাংশের দীর্ঘ ১৭ মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। রাজ্য বিধানসভায় এই অভিযোগ তুললেন বিদ্যুৎমন্ত্রী অরূপ।
শুক্রবার রাজ্য বিধানসভার অধিবেশনের শেষ পর্যায়ে বক্তব্য় রাখতে উঠেছিলেন অরূপ। তখনই ISRO-র বিজ্ঞানীরা ১৭ মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, ISRO-র বরাদ্দ ৩২ শতাংশ কমানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
যদিও অরূপ এই প্রসঙ্গ উত্থাপন করতেই, তাঁকে থামিয়ে দেন বিমান। জানান, এ নিয়ে বিধানসভায় আলোচনা চলতে পারে না। একর পাল্টা অরূপ প্রশ্ন ছোড়েন, চন্দ্রযানের সাফল্যে ISRO-কে নিয়ে গর্ববোধ করে বিধানসভায় প্রস্তাব নেওয়া গেলে, বেতনের বিষয়ে কেন আলোচনা করা যাবে না? টেবিল চাপড়ে তাঁকে সমর্থন জানান তৃণমূল (TMC) বিধায়করা।
অরূপের বক্তব্য ছিল, "যাঁদের জন্য় আমাদের মুখ উজ্জ্বল হল, আমরা শুনেছি, ১৭ মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। তাঁদের জন্য বরাদ্দও কমেছে ৩২ শতাংশ। এটা কেন হবে?" এর পাল্টা অরূপকে কটাক্ষ করেন বিজেপি-র পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। তিনি বলেন, "যে রাজ্য ডিএ দিতে পারে না, তারা আবার বড় বড় কথা বলছে! তারা ISRO নিয়ে আলোচনা করছে!"
অরূপের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানান ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিও। তাঁর বক্তব্য, "অরূপ যে অভিযোগ করছেন, তা অত্যন্ত গুরুতর। কিন্তু এই রাজ্যেরই অনেক কর্মী আছেন, যাঁরা সরকারি প্রযুক্তি সংস্থায় কাজ করে বেতন পান না। ছাঁটাইও হচ্ছে সেখানে। সেটা নিয়ে ওঁরা কথা বলেন না কেন?"
অরূপের মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আসল তথ্য প্রকাশের দাবি জানান। তিনি বলেন, "ISRO-র বিজ্ঞানীরা বেতন পাচ্ছেন না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। এ বিষয়ে প্রকৃত তথ্য সামনে আসা দরকার।" এ নিয়ে টানাপোড়েনের মধ্যেই, শনিবার বেঙ্গালুরু যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ISRO-র সদর দফতরে বিজ্ঞানীদের অভিনন্দন জানাবেন তিনি।