WB Municipal Election Result: "১০২ গোলে হেরেছে বিজেপি,'' তোপ জয়প্রকাশের
WB Municipal Poll Result 2022: পুরভোটে খাতা খুলতে না পারায় বিজেপিকে তীব্র কটাক্ষ বিজেপি থেকে বহিষ্কৃত জয়প্রকাশ মজুমদারের (Joyprakash Mjumder)।
![WB Municipal Election Result: WB Municipal Election Result 2022: Joyprakash Majumder mocked BJP regarding Municipal Election Result WB Municipal Election Result:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/02/f8ce8df7334553581a50e4b5c794e322_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তৃণমূলের (Trinamool Congress) কাছে ১০২ গোলে হেরেছে বিজেপি (BJP)। পুরভোটে খাতা খুলতে না পারায় বিজেপিকে তীব্র কটাক্ষ বিজেপি থেকে বহিষ্কৃত জয়প্রকাশ মজুমদারের (JoyPrakash Mjumder)। এদিন জয়প্রকাশ মজুমদার বলেন, “বিজেপির নেতাদের রেড কার্ড দেখিয়ে দিয়েছে মানুষ। এখন অধিকাংশই তৎকাল নেতা। যারা বিজেপি টিম চালাচ্ছে, তার যে কোচ - ভার্চুয়াল চক্রবর্তীর তো পদত্যাগ করা উচিত। অমিত মালব্যেরও পদত্যাগ করা উচিত। কিন্তু তাঁরা তা করবে কি না জানি না। বিজেপি নেতারা সকলে নিজ নিজ ক্ষেত্রে শোচনীয়ভাবে পরাজিত।"
কর্পোরেশনের পর ১০৮ পুরসভা (WB Municipal Election 2022) ভোটেও ধরাশায়ী বিজেপি (BJP)। এদিন সাংবাদিক বৈঠকে জয়প্রকাশ মজুমদার বলেন, "আমি ভাবছি এখন এই দলটা এখানে এসে পৌঁছল কী করে? বিজেপির থেকে সিপিএম এগিয়ে! এর জন্য কারা দায়ী? রাতারাতিম তো আর সংগঠন উবে যায়নি। কিছু লোক তাকে অকর্মণ্য করে দিয়েছি। আমায় কয়েকজন নেতা বরখাস্ত করেছে। আজ সারা পশ্চিমবঙ্গ সেই নেতাদের বরখাস্ত করে দিল।"
এদিকে ৫ মার্চ ‘চিন্তন বৈঠকে’ বসছে গেরুয়া শিবির। ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে বিজেপির চিন্তন বৈঠক। সূত্রের খবর, দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকে। গোটা রাজ্যের জেলা সভাপতি সহ বিধায়কদের এই বৈঠকে ডাকা হয়েছে। দলের পর্যবেক্ষকদের এই বৈঠকে ডাকা হয়েছে। যদিও গেরুয়া শিবিরের বক্তব্য, পুরভোটে দলের যে ফলাফল সামনে এসেছে, তাকে দলের বিপর্যয় হিসেবে তাঁরা দেখছেন না। ভোট লুঠের যে অভিযোগ তারা করেছিলেন, সেই লুঠেরই এই ফলাফল বলে মত বিজেপির। যদিও গেরুয়া শিবিরের একাংশের মতে, রাস্তায় নেমে দল যদি প্রতিরোধ করতে পারত, দল রাস্তায় সেভাবে থাকতে পারেনি। সাংগঠনিকভাবে দলকে চাঙ্গা করতে হবে বলে মত গেরুয়া শিবিরের। সেটা করতে হবে তৃণমূল স্তর থেকে দলকে ঢেলে সাজাতে হবে মত শীর্ষনেতাদের। কেন শাসক দলকে প্রতিরোধ করা যায়নি? কেন রাস্তায় নেমে প্রতিবাদ করা যায়নি? কোথায় কোথায় খামতি আছে? সবটাই আলোচনায় উঠে আসবে বলে সূত্রে খবর।
আরও পড়ুন: WB Municipal Election Results 2022: ভোট শতাংশে বিজেপিকে টেক্কা বামেদের, পুরভোটে কারা কোথায়
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)