WB Municipal Election Result 2022 Live : লকেট-সাক্ষাৎ রীতেশের, বিজেপির ভরাডুবির জন্য রাজ্য নেতৃত্বকেই দায়ী করে অভিযোগ
WB Municipal Corporation Election Result 2022 Live Updates: শনিবার শিলিগুড়ি (Siliguri), আসানসোল (Asansol), চন্দননগর (Chandannagar) ও বিধানননগর (Bidhannagar) পুরভোট হয়। আজ ভাগ্য নির্ধারণ
LIVE
Background
কলকাতা : একাধিক অশান্তির ঘটনার আবহেই শনিবার শিলিগুড়ি (Siliguri), আসানসোল (Asansol), চন্দননগর (Chandannagar) ও বিধানননগর (Bidhannagar) পুরভোট (WB Municipal Election Result 2022) শেষ হয়েছে। সোমবার ভোটের ফল ঘোষণা। তার আগে স্ট্রং রুমে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
- বিধাননগর পুরসভার স্ট্রং রুম তৈরি হয়েছে বিধাননগর কলেজে। ৪১টি ওয়ার্ডে গতকাল ভোট হয়। স্ট্রং রুমে রাজ্য পুলিশের সশস্ত্র পাহারা। রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও।
- রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরসভা আসানসোল। ১০৬টি ওয়ার্ডে ভোট হয়েছে এখানে। আসানসোল পলিটেকনিক কলেজে তৈরি হয়েছে স্ট্রং রুম। ৭টি ঘরে ৫৩টি টেবলে দুটি ধাপে ভোট গণনা হবে। গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। রয়েছে সিসি ক্যামেরার নজরদারি।
- অন্যদিকে চন্দননগরের কানাইলাল বিদ্যামন্দিরে তৈরি হয়েছে স্ট্রং রুম। চন্দননগর পুরসভার ৩৩টি ওয়ার্ডের মধ্যে ৩২টিতে ভোট হয়েছে। ইভিএম রাখা হয়েছে স্ট্রং রুমে। বাইরে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। ভিতরে সিসি ক্যামেরায় নজরদারি। গালা দিয়ে সিল করা হয়েছে স্ট্রং রুমের দরজা।
আরও পড়ুন ; আসানসোলে ভোট পরবর্তী হিংসা, বিজেপি প্রার্থীর এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
শনিবার চার পুরসভায় ভোট ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বিধাননগর (Bidhannagar) ও আসানসোলে (Asansol) একের পর এক অভিযোগ ওঠে। বুথ দখলে বাধা দেওয়ায় বিজেপি প্রার্থীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ থেকে শুরু করে বুথের মধ্যে দুই দলের প্রার্থীর মধ্যে হাতাহাতি সহ একের পর এক ঘটনা সামনে আসে। এর পাশাপাশি কোথাও বুথে বহিরাগত ঢোকানোর অভিযোগ, কোথাও ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করার চেষ্টা, কোথাও ভোটারদের চা খাইয়ে প্রভাবিত করার অভিযোগও ওঠে। শিলিগুড়ির বিধায়ক, প্রাক্তন মেয়র ও প্রাক্তন মন্ত্রী - ৩ হেভিওয়েট ওয়ার্ডে সকাল থেকে দফায় দফায় ছড়ায় উত্তেজনা । যদিও দু'-একটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া, শান্তিপূর্ণ ভোট হয়েছে, চার পুরসভার ভোট নিয়ে জানায় রাজ্য নির্বাচন কমিশন।
Chandan Nagar Municipal Election Live : চন্দননগরে একটি ওয়ার্ডে জিতে একমাত্র বিরোধী সিপিএম
৩২টির মধ্যে ৩১টি ওয়ার্ডেই জয়। ফের চন্দননগর পুরসভা হাতে থাকল তৃণমূলের। একটি ওয়ার্ডে জিতে একমাত্র বিরোধী বলতে এখন সিপিএম। খাতাই খুলতে পারেনি বিজেপি। আর গেরুয়া শিবিরকে পিছনে ফেলে অধিকাংশ ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে বামেরা।
WB Municipal Election Result Live : লকেট-সাক্ষাৎ রীতেশের, বিজেপির ভরাডুবির জন্য রাজ্য নেতৃত্বকেই দায়ী করে অভিযোগ
দিল্লি গিয়ে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বরখাস্ত হওয়া বিজেপি নেতা রীতেশ তিওয়ারি। পুরভোটে বিজেপির ভরাডুবির জন্য রাজ্য নেতৃত্বকেই দায়ী করে অভিযোগ। সব বলেছি সাংসদকে, জানালেন রীতেশ। এব্যাপারে লকেটের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
WB Municipal Election Result Live : সল্টলেকের ৩১ নম্বর ওয়ার্ডে সব্যসাচী দত্তকে সম্বর্ধনা তৃণমূলকর্মীদের
সল্টলেকের ৩১ নম্বর ওয়ার্ডে সব্যসাচী দত্তকে তৃণমূলকর্মীদের সম্বর্ধনা। এদিন সন্ধেবেলায় সস্ত্রীক ওয়ার্ডের পার্টি অফিসে যান সব্যসাচী। সেখানেই ফুল দিয়ে সব্যসাচীরকে সম্বর্ধনা জানান দলীয় কর্মীরা।
Siliguri Municipal Election Result 2022 : শিলিগুড়ি পুরসভার মেয়র হচ্ছেন গৌতম দেব
শিলিগুড়ির মেয়র নিয়ে কোনও ধোঁয়াশা নেই। কারণ, এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শিলিগুড়ি পুরসভার মেয়র হচ্ছেন গৌতম দেব।
Siliguri Municipal Election Result 2022 : প্রথমবার শিলিগুড়ি জয়ের পরেই উন্নয়নে মুড়ে দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর
প্রথমবার শিলিগুড়ি জয়ের পরেই উন্নয়নে মুড়ে দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর।