WB Municipal Election Result 2022: ৩ হাজারের বেশি ভোটে জিতলেন গৌতম দেব, 'শিলিগুড়িবাসীকে জয় নিবেদন' তৃণমূল নেতার
Siliguri Municipal Election Result: গৌতম দেব বলেন, "বিজেপির কী রেজাল্ট হবে তা আমি আগেই বলে দিয়েছি। আর অশোকবাবুকে নিয়ে বলার কিছু নেই। ৭৩-৭৪ বছর বয়স হয়ে গেল, এবার একটু থামতে জানতে হবে।"
![WB Municipal Election Result 2022: ৩ হাজারের বেশি ভোটে জিতলেন গৌতম দেব, 'শিলিগুড়িবাসীকে জয় নিবেদন' তৃণমূল নেতার WB Municipal Election Result 2022 Siliguri TMC Leader Gautam Deb win above 3 thousands vote margin WB Municipal Election Result 2022: ৩ হাজারের বেশি ভোটে জিতলেন গৌতম দেব, 'শিলিগুড়িবাসীকে জয় নিবেদন' তৃণমূল নেতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/14/77c8b7778cd9e634d6bc8d510ddb7162_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শিলিগুড়ি: আজ চার পুরসভার ভোটের ফল ঘোষণা। বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি - এই চার পুরসভার ২২৬টি ওয়ার্ডের জন্য শুরু হয়েছে ভোট গণনা। ভাগ্য নির্ধারণ হবে চার পুরসভার সাড়ে ন’শো প্রার্থীর। শিলিগুড়িতে এগিয়ে রয়েছে তৃণমূল। ফলপ্রকাশের আগেই বিভিন্ন পুরসভায় শুরু উত্সব। প্রায় ৩ হাজার ভোটে জয়লাভ করলেন তৃণমূল নেতা গৌতম দেব। শিলিগুড়ির ৩৩ নং ওয়ার্ডে জয়লাভ করেন তিনি।
এই জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "২০০৯ সালের পর ২০২২ প্রায় ১৩-১৪ বছর পর একটা বৃত্ত সম্পন্ন করতে পারলাম। এই জয় শিলিগুড়ি বাসীর জয়। তৃণমূলের এই জয় আমরা মন থেকে মেনে নিচ্ছি। সমস্ত কর্মী, সমর্থকদের বলব একদম শান্তিপূর্ণ ভোট হয়েছে। শিলিগুড়িবাসীকে এই জয় নিবেদন করলাম। আমাদের নেত্রী, ভারতের নেত্রীকে এই জয়ের অর্ঘ্য নিবেদন করলাম।"
গৌতম দেব এরপর বলেন, "বিজেপির কী রেজাল্ট হবে তা আমি আগেই বলে দিয়েছি। আর অশোকবাবুকে নিয়ে বলার কিছু নেই। ৭৩-৭৪ বছর বয়স হয়ে গেল, এবার একটু থামতে জানতে হবে।"
তিনি বলেন, বিধাননগরে ৪১টির মধ্যে ৩৯টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। ১টি করে ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস ও তৃণমূল। শিলিগুড়ির ৩৩ নং ওয়ার্ডে ৩ হাজারের বেশি ভোটে জয়ী গৌতম দেব। শিলিগুড়ির ১৯ নং ওয়ার্ডের সিপিএম প্রার্থী মৌসুমী হাজরা জয়ী। শিলিগুড়ির ১৬ নং ওয়ার্ডে জিতলেন কংগ্রেসের সুজয় ঘটক। আসানসোলের ৩১ নং ওয়ার্ড সিপিএম-তৃণমূল টাই। অন্যদিকে, বিধাননগরে ৪০টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। বিধাননগরে ১২ নং ওয়ার্ডে এগিয়ে নির্দল প্রার্থী মমতা মণ্ডল। বিধাননগরে ৩১ নং ওয়ার্ডে এগিয়ে সব্যসাচী দত্ত। ৩ রাউন্ডের শেষে ১ হাজার ১৭৪ ভোটে এগিয়ে সব্যসাচী দত্ত।
শিলিগুড়ির ২০ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের অভয়া বসু। শিলিগুড়ির ২৩ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের লক্ষ্মী পাল। ২ হাজার ৪৫৮ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী পাল। শিলিগুড়ির ১৬ নং ওয়ার্ডে জিতলেন কংগ্রেসের সুজয় ঘটক। শিলিগুড়ির ৪৭ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের অমর আনন্দ দাস। এই ওয়ার্ড বামেদের থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)