West Bengal Live News: পাহাড়েও নিয়োগে দুর্নীতি ! পুলিশের এফআইআরে নাম টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যর । ABP Ananda Live
West Bengal News Today Live Updates : জেলা থেকে জেলা, আজ সকালে যে খবরগুলিতে থাকবে নজর ..
LIVE
Background
High Court: ভোটের মুখে হাইকোর্টে একদিনে রাজ্যের জোড়া ধাক্কা। সন্দেশখালির সব মামলার তদন্তে সিবিআই। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ভূপতিনগরকাণ্ডে এনআইএ-কে রক্ষাকবচ।
Sandeshkhali CBI: সন্দেশখালিকাণ্ডের তদন্তে কার্যত আর কোনও ভূমিকাই থাকল না পুলিশের। ধর্ষণ থেকে জমি দখল। সব অভিযোগের তদন্তে এবার সিবিআই। সন্দেশখালিতে জোর ধাক্কা রাজ্যের। সিবিআইকে ওপেন হ্যান্ড হাইকোর্টের। যে কোনও পদমর্যাদার ব্যক্তিকে তদন্তের স্বার্থে তলবের অনুমতি। ২ মে রিপোর্ট পেশ।
High Court on Sandeshkhali: সিবিআইকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সন্দেশখালির বাসিন্দারা। পোর্টালের তৈরির নির্দেশ হাইকোর্টের। প্রচার করবেন ডিএম, নিরাপত্তায় পুলিশ। আলো-ক্যামেরা বসাবে পঞ্চায়েত।
Amit Shah:'মন ভোট দেবেন, যাতে কারেন্ট লাগে মমতার', সন্দেশখালির দোষীদের বাঁচাতে তোষণের রাজনীতির অভিযোগ অমিত শাহর। মণিপুর নিয়ে পাল্টা আক্রমণে তৃণমূল।
NIA in Bhupatinagar: ভূপতিনগরকাণ্ডে এনআইএ-কে রক্ষাকবচ হাইকোর্টের। গ্রেফতার করা যাবে না কোনও অফিসারকে। প্রয়োজনে ভিডিও কনফারেন্সে জিজ্ঞাসাবাদ। রাখতে হবে ফুটেজ। ৭২ ঘণ্টা আগে দিতে হবে নোটিস।
High Court on Bhupatinagar: ভূপতিনগরকাণ্ডে অভিযুক্তের স্ত্রীর অভিযোগে এনআইএ-র বিরুদ্ধে গুরুতর আঘাতের ধারা। এনআইএ-র অভিযোগে সামান্য আঘাতের ধারা? পুলিশকে ভর্ৎসনা করে মন্তব্য বিচারপতির।
Mamata Banerjee on CAA: সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন মমতা। নির্ভয়ে আবেদন করুন, বঙ্গে এসে আশ্বাস অমিত শাহর। ভোটার তালিকায় যাদের নাম, তাঁরা তো আগে থেকেই নাগরিক, পাল্টা তৃণমূল।
Lok Sabha Election 2024: ভোটের আগে ফের তপ্ত মুর্শিদাবাদ। খড়গ্রামের পর রেজিনগর। দেওয়াল লিখন নিয়ে তৃণমূলের দ্বন্দ্বে মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা। নাবালক-সহ জখম ৬।
WB News Live Updates: বর্ধমানে প্রচারে বেরিয়ে ফের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ
কেউ গ্রামছাড়া করলে, তাকে রাজ্যছাড়া করব। বর্ধমানে প্রচারে বেরিয়ে ফের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। প্রচারে ঘোড়ায় চড়া নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থীকে। খেলেন ছোলা-গুড়। বিজেপি প্রার্থীকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
West Bengal News Live Updates: ১০ দিন পর খোঁজ মিলল ডায়মন্ড হারবারের বিজেপির পঞ্চায়েত সদস্যের ছেলের
১০ দিন পর খোঁজ মিলল ডায়মন্ড হারবারের বিজেপির পঞ্চায়েত সদস্যের ছেলের। পুরীর সমুদ্র সৈকত থেকে নাবালককে উদ্ধার করে নিয়ে এলেন পরিবারের সদস্যরা। নাবালকের খোঁজ মিললেও, ঘটনায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি জানিয়েছে পরিবার। একই দাবি জানানো হয়েছে বিজেপির তরফেও। তৃণমূলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। পারিবারিক অশান্তির পরই পুরীতে ঘুরতে চলে যায় নাবালক, পাল্টা দাবি করেছে তৃণমূল।
WB News Live Updates: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তকে স্বাগত জানালেন জেলবন্দি শেখ শাহজাহান
সন্দেশখালিকাণ্ডে CBI তদন্তকে স্বাগত জানালেন জেলবন্দি শেখ শাহজাহান। ব্যবহার করে দল ছুড়ে ফেলেছে বুঝতে পেরেই সুর বদল, সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতাকে এভাবেই কটাক্ষ করলেন অধীর চৌধুরী। কার্যত একই সুর শোনা গেল বিজেপি ও সিপিএমের গলাতেও। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
West Bengal News Live Updates: শেখ শাহজাহান জেলে থাকলেও এখনও তাঁর বাহিনীর দাপট কমেনি, বিস্ফোরক অভিযোগ সন্দেশখালির বাসিন্দাদের একাংশের
শেখ শাহজাহান জেলে থাকলেও এখনও তাঁর বাহিনীর দাপট কমেনি। জবর দখল করা জমি ফেরত চাইলে মিলছে খুনের হুমকি। এমন সব বিস্ফোরক অভিযোগ করছেন সন্দেশখালির বাসিন্দাদের একাংশ। পাশাপাশি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন তাঁরা।
WB News Live Updates: ফের একবার কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ মুখ্য়মন্ত্রীর, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও
ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা। এর থেকে তো ভাল একটা জেলখানা বানিয়ে দিন, সব লোক ঢুকে যাবে। ফের একবার কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ মুখ্য়মন্ত্রীর। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এদিকে এজেন্সিকে আক্রমণ করতে গিয়ে, রাজ্য়ের ট্রাফিক পুলিশকেই কটাক্ষ করে বসলেন ফিরহাদ হাকিম!