CV Ananda Bose: রাজ্যপালকে ভুল বোঝাচ্ছেন, অভিযোগ ছিল শুভেন্দুর, শাহি-সাক্ষাতের আগেই নন্দিনীকে সরাল রাজভবন
WB Governor: রবিবার রাতে একরকম আচমকাই খবরটি সামনে এল। জানা গেল, রাজ্যপাল বোসের প্রধান সচিব, IAS নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) পদ থেকে সরানো হচ্ছে।
কলকাতা: জগদীপ ধনকড়ের উত্তরসূরি হিসেবে দায়িত্বে আসা। কিন্তু পূর্বসূরির সঙ্গে বৈসাদৃশ্য চোখ এড়ায়নি। ধনকড়ের সঙ্গে যেমন নিত্যদিন সংঘাত লেগে থাকত রাজ্যের তৃণমূল সরকারের, বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে রাজ্য সরকারের দহরম মহরমই বরং চোখে পড়েছে এ যাবৎ। কিন্তু বিধানসভায় বিজেপি (BJP) নেতাদের ক্ষোভপ্রকাশ, প্রকাশ্য সমালোচনা এবং পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে কি সেই অবস্থান বদলালেন বর্তমান রাজ্যপাল! তাঁর প্রিন্সিপাল সেক্রেটারি বদলের সিদ্ধান্ত ঘিরে উঠছে এমন প্রশ্নই।
প্রিন্সিপাল সেক্রেটারি বদলের সিদ্ধান্ত ঘিরে উঠছে প্রশ্ন
রবিবার রাতে একরকম আচমকাই খবরটি সামনে এল। জানা গেল, রাজ্যপাল বোসের প্রধান সচিব, IAS নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) পদ থেকে সরানো হচ্ছে। রাজভবনের ইচ্ছাতেই নন্দিনীকে পদ থেকে সরানো হচ্ছে বলে সূত্রের খবর। তাঁর জায়গায় নতুন কাউকে নিয়োগ করা হতে পারে। নন্দিনীকে সরানোর কারণ রাজভবনের তরফে খোলসা করা হয়নি যদিও, কিন্তু দুইয়ে দুইয়ে চার করে নিচ্ছে রাজনৈতিক মহল।
বাংলায় দায়িত্ব পাওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের সঙ্গে এ যাবৎ সুসম্পর্ক বজায় রেখে এসেছেন রাজ্যপাল। রাজভবনে তাঁকে মিষ্টির হাঁড়ি পাঠানো থেকে, সরস্বতী পুজোয় বাংলা শিখতে আগ্রহী রাজ্যপালের প্রতীকী হাতেখড়ি, মহা সমারোহে তাতে অংশ নিয়েছে রাজ্যও। রাজ্যপালও একাধিক বার মমতার ভূয়সী প্রশংসা করেছেন। কিন্তু রাজ্য এবং রাজ্যপালের এই সমীকরণ যত গাঢ় হয়েছে, ততই বিজেপি-র সঙ্গে দূরত্ব বেশি করে চোখে পড়েছে। কেন্দ্রে ক্ষমতীয় আসীন বিজেপি সরকারের প্রতিনিধি হিসেবেই বাংলায় এসেছেন রাজ্যপাল বোস। কিন্তু ধনকড়ের সময় যেমন রাজভবনে বিজেপি নেতাদের আনাগোনা লেগে থাকত, ধনকড়ও যেমন রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে যেতেন, রাজ্যপাল বোস তার ধারও মাড়াননি।
শাহি সাক্ষাতের আগের রাতে নন্দিনীকে সরানোর সিদ্ধান্ত নিল রাজভবন
সেই আবহে আগুনে ঘি পড়ে বিধানসভায় রাজ্যের বাজেটকে ঘিরে। সেখানে লিখিত ভাষণে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা শোনা যায় রাজ্যপাল বোসের মুখে। তাতে বিধানসভাতেই কার্যত তেড়েফুঁড়ে ওঠেন বিজেপি বিধায়করা। কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানানো থেকে, রাজ্যপালকে 'গো ব্যাক' ধ্বনি, কোনও কিছুই বাদ দেননি তাঁরা। রাজ্যপালের প্রধান সচিব নন্দিনীর উপর ফুঁসে ওঠেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দিনী রাজ্যপালকে ভুল বোঝাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এর মধ্যেই সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠতক ঠিক হয়েছে রাজ্যপাল বোসের। তার ঠিক আগের রাতে নন্দিনীকে সরানোর সিদ্ধান্ত নিল রাজভবন।