Doctor Rajat Shubhra Banerjee: রজতশুভ্রকে তলবের প্রস্তুতি, 'সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই হেনস্থা, পাশে আছি..', প্রতিক্রিয়া চিকিৎসকদের একাংশের
WB State Medical Council On Doctor Rajat Shubhra Banerjee: রজতশুভ্রকে তলবের নোটিসের প্রস্তুতি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের, কী প্রতিক্রিয়া চিকিৎসকদের একাংশের ?

ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: গতকাল বয়ে গেছে ঝড় ভবানীপুরে। সুকান্তর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে হতে হয়েছে গ্রেফতার, লন্ডনের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা প্রতিবাদী চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যয়কে। এদিকে লালবাজার থেকে ছাড়া পেয়েই হুঁশিয়ারি ছুড়েছেন তিনি। 'দেখে নেব..'। সূত্র মারফৎ খবর, তবে এবার মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন তোলা চিকিৎসকের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের পথে কাউন্সিল । জোড়া নোটিসে গরহাজির, এবার পেনাল কমিটিতে হাজিরার নোটিসের প্রস্তুতি । রজতশুভ্রকে তলবের নোটিসের প্রস্তুতি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের। প্রতিক্রিয়া চিকিৎসকদের একাংশের।
মূলত এখনও, রাজ্য মেডিক্যাল কাউন্সিলে MBBS হিসেবে নথিভুক্ত রয়েছেন ওই চিকিৎসক। তিনি যে ব্রিটেনে অ্য়ানাস্থেসিস্ট হিসেবে প্র্য়াকটিস করছেন, সেই তথ্যও রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে জানানো হয়নি। এতদিন পর কেন? প্রশ্নে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য কৌশিক বিশ্বাস বলেন, 'দীর্ঘদিন ১ লক্ষেরও বেশি ডাক্তার আছে। প্রত্যেকের বিষয়ে তো এত জানা সম্ভব হয় না। আমাদের কাছে এরকম ভুয়ো ডাক্তারের খবর আসে তারপর আমরা জানতে চাই।'নজরে কী করে আসলেন উনি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেই কি নজরে এলেন ? প্রশ্নের উত্তরে তিনি বলেন,' এর চেয়ে বেশি কিছু বলতে পারব না আমি।'
বিক্ষোভকারী চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাজে প্রোপাগান্ডাকে চ্যালেঞ্জ করেছিলাম, আমাকে তো টার্গেটেড হতেই হবে। ওই নোটিস ছিড়ে ফেলে দিয়েছি। ওখানে প্র্য়াকটিস করি। এখানে জানাব কেন। ব্রিটিশ নাগরিক আমি। এই যে উত্তর দিচ্ছি না তার জন্য আরও অনেক কিছু করবে। আমি প্রস্তুত।'অভয়া-কাণ্ডতে সোচ্চার হওয়াতেই ব্রিটিশ নাগরিক বাঙালি চিকিৎসককে হেনস্থা করা হচ্ছে বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ।
অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্সের সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন,'রাজ্য মেডিক্যাল কাউন্সিল আরও চিকিৎসকদের সঙ্গে এরকম করছে। অভয়া কাণ্ডে যারা যুক্ত ছিলেন তাদেরকেও বেকায়দায় ফেলার চেষ্টা। এটা অত্যন্ত অন্যায়, গর্হিত কাজ। আমরা এই চিকিৎসকের পাশে আছি, এই সরকারের বিরুদ্ধে কেউ যদি প্রতিবাদ করে, তাদেরকেই এইভাবে হ্যারাস করা হয়েছে।'এই নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনীতিও।
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য কৌশিক বিশ্বাস বলেন, 'তৃণমূল হিসেবে, সুকান্ত মজুমদার এই নিয়ে রাজনীতি করছেন, যিনি ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেন, এরকম একজন ডাক্তারকে নিয়ে রজীতির করছেন, এসব করলে ৩০ এর ও বেশি সিট পাবেন না। 'রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেন,'উনি চিকিৎসক মানুষ উনি নিজেই নিজের উত্তর দেওয়ার জন্য নিজেই পারদর্শী, এটা প্রতিহিংসা পরায়ণতা। প্রতিহিংসা থেকেই এটা হচ্ছে ওঁর সঙ্গে।' বিতর্কের জল কতদূর সেদিকেই এখন নজর।






















