Weather update: তাপমাত্রা কমবে না, আজ বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণ এই জেলাগুলিতে
Thunderstorm Forecast in South Bengal : সপ্তাহান্তে সকাল থেকেই ভ্যাপসা গরম কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। এরই মাঝে সুখবর দিল হাওয়া অফিস।

কলকাতা: সপ্তাহান্তে এদিন সকাল থেকেই ভ্যাপসা গরম কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal)। তাপমাত্রার খুব একটা বদল না হলেও ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের (Weather Office)।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বিহার, আসাম এবং উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর এবং উপরের ৫ টি জেলায়। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের দুই এক ডিগ্রি উপরেই থাকবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং,কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে।
দক্ষিণের আগে উত্তরবঙ্গেই প্রবেশ করেছিল বর্ষা। আরও ৭২ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে আবহাওয়া দফতরের তরফে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত ।
প্রবল বৃষ্টির জন্য উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং ও কালিম্পং এর বেশ কিছু এলাকায় ল্যান্ড স্লাইড বা ভূমিধসের আশঙ্কা রয়েছে। জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকার মতো উত্তরবঙ্গের নদীগুলিতে। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের নিচু এলাকা প্লাবিত হতে পারে। নিচু এলাকার শস্য ও সবজি চাষের ক্ষতি হতে পারে।
কলকাতায় শনিবার সকালে মেঘলা আকাশ। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শনিবার থেকেই ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।দিনের তাপমাত্রা ৩০ দশমিক ৭ থেকে প্রায় ৪ ডিগ্রি বেড়ে ৩৪ দশমিক ১ ডিগ্রি। রাতের তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্প ৯৪ শতাংশ।
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
গত ২৪ ঘন্টায় আলিপুর মাত্র ৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি পেয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে। অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে ক্রমশ উপরের দিকে উঠে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে এগোচ্ছে। শনিবার এই রেখা সম্পূর্ণ সরে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।






















