HS Results 2024: উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম আলিপুরদুয়ারের অভীক, প্রাপ্ত নম্বর ৪৯৬
HS Results 2024 Topper:প্রকাশিত এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে। দিতে হবে শুধু রোল নম্বর।
কলকাতা: রাজ্যে এ বছরের উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করলেন অভীক দাস, ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, আলিপুরদুয়ার। প্রাপ্ত নম্বর ৪৯৬ (99.2%)। অভীক ২০২২ সালে মাধ্যমিকে সারা রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছিলেন। মাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৬৯০।
প্রকাশিত এ বছরের উচ্চমাধ্যমিক (Higher Secondary Result) পরীক্ষার ফল। ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে। দিতে হবে শুধু রোল নম্বর। ক্লিক করতে হবে সার্চ বাটনে। দুপুর ১টায় ফল ঘোষণা করেছে উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ। অনলাইনে ফল দেখা যাবে দুপুর ৩টে থেকে। আজ ফল ঘোষণা হলেও, দু'দিন পর, অর্থাৎ শুক্রবার মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবেন পরীক্ষার্থীরা। মার্কশিটেও QR কোড থাকছে, সেটা স্ক্যান করলে রেজাল্ট সংক্রান্ত তথ্য দেখা যাবে। এবারের উচ্চমাধ্যমিকে পাশের হার ৯০ শতাংশ। ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৮.৪৭%। ৯০ শতাংশ নম্বরের বেশি পেয়েছেন ১.২৩%
বিজ্ঞান বিভাগে পাশের হার সবচেয়ে বেশি। কমার্সে দ্বিতীয় পাশের হার। হিউম্যানিটিজ-এ পাশের হার তৃতীয় স্থানে। পাসের হারে পূর্ব মেদিনীপুর প্রথম, দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা, পাসের হারে তৃতীয় পশ্চিম মেদিনীপুর
এবার প্রথম দশে মোট ৫৮ জন (Higher Secondary Result Merit List)। ১৫টি জেলা থেকে। এর মধ্যে হুগলি থেকেই ১৩জন মেধাতালিকায়। বাঁকুড়া থেকে ৯ জন মেধাতালিকায়। দক্ষিণ ২৪ পরগনা থেকে সাতজন প্রথম দশে। কলকাতা থেকে পাঁচজন রয়েছেন মেধাতালিকায়।
১০ মে, ক্যাম্প থেকে রেজাল্ট (HS Result 2024) বণ্টন করা হবে। ১০মে-১৩মে মধ্যরাত পর্যন্ত তৎকাল চালু থাকলে। অর্থাৎ কেউ আবেদন করলে তার সাতদিনের মধ্যে রিভাইজড রেজাল্ট পেয়ে যাবে। তার জন্য অনলাইন পেমেন্টের সবরকম ব্যবস্থা রয়েছে।
এবারের পরীক্ষার খুঁটিনাটি:
১৬ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি
পরীক্ষা দিয়েছেন ৭৫৫৩২৪ জন
ছাত্রীর সংখ্যা: ৯১৮৩৮, ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি।
মোট ৬০টি বিষয়ে পরীক্ষা, মোট ৬টি ভাষায় উত্তর দিতে পেরেছেন পরীক্ষার্থী
পরীক্ষা শেষ হওয়ার পরে ৬৯তম দিনে রেজাল্ট প্রকাশিত হয়েছে। এবার রেজাল্ট প্রকাশ করতে অনেকটাই ডিজিটাল পদ্ধতি ব্য়বহার করা হয়েছে।
এবার কোনও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি।
রোল নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে ক্লিক করুন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: লরিতে ধাক্কা মারতেই দাউদাউ আগুন! জাতীয় সড়কে ভয়াবহ কাণ্ড