WBJEE: আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স, পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা পূর্ব রেলের
Eastern Railway: রবিবার, ছুটির দিনে বাতিল থেকে বহু ট্রেন। তবে এই রবিবার রয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তাই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত রেল পূর্ব রেল।

কলকাতা: আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE)। পরীক্ষায় বসছেন হাজার হাজার পরীক্ষার্থী। আর তাঁদের সুবিধার্থে বড় ঘোষণা করল পূর্ব রেল। রেলের তরফে জানানো হয়েছে WBJEE-এর জন্য শিয়ালদহ ডিভিশনে ট্রেন চলাচলে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
বড় ঘোষণা করল পূর্ব রেল: রবিবার বা অন্যান্য ছুটির বেশিরভাগ অফিস সহ স্কুল, কলেজ থাকে বন্ধ। ফলে অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা থাকে কম। তাই সব ডিভিশনেই বাতিল থাকে বেশ কিছু ট্রেন। তবে এই রবিবার রয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তাই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত রেল পূর্ব রেল। শনিবার রেলের তরফে বিবৃতি জারি করা বলা হয়েছে, এই রবিবার সপ্তাহে অন্যান্য দিনের মতোই ট্রেন চলবে। যাত্রা শুরুর বিবৃতিতে রাত ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত শিয়ালদা ডিভিশনের যে লোকাল ট্রেনগুলি বাতিল থাকে তা ২৭ এপ্রিল (রবিবার) চলবে।
রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলিতে ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, ফার্মেসি এবং স্থাপত্য বিষয়ে স্নাতক কোর্সে ভর্তির জন্য পরীক্ষা নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এই পরীক্ষা হবে OMR-ভিত্তিক। এদিন মূলত দুদফায় হবে পরীক্ষা। প্রথম দফায় অঙ্ক, এবং দ্বিতীয় দফায় হবে পদার্থবিদ্যা ও রসায়ন।
| পরীক্ষার দিন | বিষয় | সময় |
| ২৭.০৪.২৫ | পেপার -১ (অঙ্ক) |
সকাল ১১টা থেকে দুপুর ১টা |
| পেপার -২ (পদার্থবিদ্যা ও রসায়ন) | বেলা ২টো থেকে বিকেল ৪টে |
এদিকে ২ মে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik 2025 Result)। পরীক্ষার ৭০দিনের মাথায় ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা পর পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। অন্যান্য বছরের মত এবারও wb10.abplive.com-এ লগ ইন করে পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষার ফল জানতে পারবেন। গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। মধ্য় শিক্ষা পর্ষদ সূত্রে খবর, ছাত্রীর সংখ্যা এবারও ছাত্রদের তুলনায় বেশি। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তার মধ্য়ে ছাত্রদের সংখ্য়া ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ এবং ছাত্রীদের সংখ্য়া ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০। গতবছর অর্থাৎ ২০২৪ সালেও একই দিনে ফলপ্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছর ২২ ফেব্রুয়ারি শেষ হয় পরীক্ষা। পরীক্ষার ৭০দিনের মাথায় এবছর ফল প্রকাশ হবে। ২ মে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবে পর্ষদ। ৯টা বেজে ৪৫ মিনিট থেকে অ্যাপ এবং ওয়েবসাইট থেকে জানা যাবে ফল।






















