Weather Update: সরস্বতীর পুজোর আগেই উধাও শীত, রয়েছে বৃষ্টির পূর্বাভাস
Weather Update: আগামীকাল সরস্বতী পুজোর দিন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে বেলা বাড়লে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: রাত পোহালেই সরস্বতী পুজো (Saraswati Puja)। আর তার আগেই উধাও হল শীত (winter)। শহরে ফের ঊর্ধ্বমুখী পারদ।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (lowest tempareture) থাকবে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি বেশি। এর পাশাপাশি, সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের এই সাত জেলাতেই রয়েছে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েক ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি, দার্জিলিঙের চটকপুর ও টাইগার হিলে বরফ পড়ছে।
আগামীকাল সরস্বতী পুজোর দিন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে বেলা বাড়লে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
এর আগে মাঘ মাসের শুরুতে খামখেয়ালি শীতের মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়। ২০ জানুয়ারি বৃষ্টিতে ভেজে কার্শিয়ং, কোচবিহার, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি জায়গা। এরই মধ্যে এবার সরস্বতী পুজোর সময়েও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
সরস্বতী পুজোর আগেই গতকাল কলকাতার তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রির উপরে। গতকাল থেকেই বৃষ্টির (Rain) পূর্বাভাস (Weather Forecast) দিয়েছিল হাওয়া অফিস। বলা হয়েছিল আজ সেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
আরও পড়ুন: North 24 Parganas Weather Forecast: বঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, আজ কত উত্তর ২৪ পরগণার তাপমাত্রা?
আজ হাওড়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিক থেকে বাতাসের গতিবেগ গড়ে প্রতি ঘণ্টায় ৭ কিলোমিটার থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশ।
শীতের (Winter) আমেজের দিন কি প্রায় ফুরলো? সময় কি এসে গেল লেপ কম্বল তাকে তুলে রাখার? এ যাত্রায় শীতের ইনিংস যে লম্বা হবে, তেমন ভরসা মিলছে না। বরং আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা।





















