West Bengal Weather Update:কাল থেকেই বদলাতে পারে বঙ্গের আবহাওয়া, ঘূর্ণাবর্তের পূর্বাভাস শনিবার
Cyclone Forecast:আবহাওয়ায় বদলের সুর আজ থেকেই। আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে, এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। শনিবারই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: আবহাওয়ায় (Weather) বদলের সুর আজ থেকেই। আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে, এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের (Weather Department)। শনিবারই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে (Bay Of Bengal)। আপাতত যা মতিগতি, তাতে মঙ্গলবারই তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকছে।
আর যা...
৬ই মে, অর্থাৎ শনিবার. দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তই পর দিন, রবিবার অর্থাৎ ৭ মে নিম্নচাপে পরিণত হবে। ৮ ই মে, সোমবার তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। আর মঙ্গলবার অর্থাৎ ৯ই মে সেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, এমনই আপাতত পূর্বাভাস রয়েছে। তবে ঘূর্ণিঝড়টি কোন পথে এগোবে, তা স্পষ্ট করে আবহাওয়া দফতর এখনও জানায়নি। যদিও আমেরিকা ও ইউরোপের আবহাওয়া সংস্থা জানাচ্ছে, এটি ১৪ই মে’র মধ্যে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে স্থলভাগে আছড়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার কথা। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও এবং উত্তরবঙ্গেও আজ বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কাল থেকে ক্রমে বাড়বে তাপমাত্রা। পশ্চিমের জেলায় তা ফের ৪০ ডিগ্রি ছুঁতে পারে। নির্দিষ্ট করে কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি হতে পারে। বিকেল বা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। ত কাল সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (relative humidity) পরিমাণ ছিল ৭৭ শতাংশ। গত পরশু সকাল সাড়ে আটটা থেকে গত কাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। আপাতত যা পূর্বাভাস, তাতে আজ আংশিক মেঘলা আকাশ থাকার কথা। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে আগামীকালও।
আরও পড়ুন:প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন