Weather Update: অব্যাহত শীতের দাপট, আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস
West Bengal Weather Update: বছরের শুরুতে শীতের (Winter) দাপুটে ইনিংস। শুধু কলকাতাই (Kolkata) নয়, দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি কাঁপছে কনকনে ঠান্ডায়। একইসঙ্গে শীতে কাঁপছে উত্তরবঙ্গের জেলাগুলিও।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: বছরের শুরুতে শীতের (Winter) দাপট অব্যাহত। কলকাতায় (Kolkata) আরও নামল পারদ। আজ মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। পশ্চিমাঞ্চলের (West) জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রা। শীতের কনকনানি উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Departmen) জানিয়েছে, সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়বে। আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বৃষ্টির (Rain Forecast) পূর্বাভাস।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। অন্যদিকে, উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স অঞ্চলেও তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে। তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বঙ্গে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হয়ে কিছুটা কুয়াশা হবে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে নদীয়া, উত্তর ২৪ পরগনার মতো জেলাতে। আগামী কয়েকদিন হালকা থেকে ঘন কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায়।
বছরের শুরুতেই রাজ্যে ফিরেছে শীত। জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি কাঁপছে কনকনে ঠান্ডায়। একইসঙ্গে শীতে কাঁপছে উত্তরবঙ্গের জেলাগুলিও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শীতের স্থিতাবস্থা বজায় থাকবে। উল্লেখ্য, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশের পথে বাঁধা পেলেও, বর্তমান সময়ে সেই পরিস্থিতি কেটে গিয়ে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে বাংলার দিকে। যার কারণে ফের আরও একবার চড়তে পারে তাপমাত্রার পারদ।
আলিপুর আবহাওয়া দফতরের (Alipur ) পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী দু’তিনদিনে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা। আরও নামবে পারদ। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার বেশকিছুটা বদলে যাবে বাংলার আবহাওয়া। ফের পশ্চিমী ঝঞ্ঝার কারণে একধাক্কায় বেশকিছুটা বাড়বে তাপমাত্রার পারদ এবং দেখা দিতে পারে বৃষ্টি। হাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার অবধি বাংলার উত্তরের এবং দক্ষিণের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে । কিন্তু তারপর থেকেই বদলে যাবে আবহাওয়া। চড়বে তাপমাত্রার পারদ এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে।
আরও পড়ুন: North 24 Parganas Weather Forecast: ফের নামল পারদ, আজ কেমন উত্তর ২৪ পরগণার আবহাওয়া?