Weather Update: শীতের শুরুতেই সংকট! প্রবল দুর্যোগের আশঙ্কা, কী পূর্বাভাস আবহাওয়া দফতরের?
Cyclone Senyar: আবহাওয়া দফতর জানা যাচ্ছে, মালাক্কা প্রণালীতে তৈরি নিম্নচাপ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে

কলকাতা: শীতের পথে কাঁটা ঘূর্ণিঝড়! সপ্তাহের মাঝামাঝি, আজ বুধবার কলকাতার তাপমাত্রা থাকছে ১৬-র ঘরে। কলকাতার আজকের তাপমাত্রা, স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম। তবে আবহাওয়া দফতর বলছে, এখনই জাঁকিয়ে শীত পড়বে না পশ্চিমবঙ্গে। সুখের শীতে কাঁটা হতে চলেছে মালাক্কা প্রণালীর কাছে তৈরি গভীর নিম্নচাপ। সাগরে তৈরি এই গভীর নিম্নচাপ বাধা দিচ্ছে শীতের হাওয়াকে। এর ফলে হতে পারে বৃষ্টি, আগামীকাল থেকেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গে।
আবহাওয়া দফতর জানা যাচ্ছে, মালাক্কা প্রণালীতে তৈরি নিম্নচাপ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। জানা যাচ্ছে, এই নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আজ, বুধবার সিস্টেমটি দক্ষিণ আন্দামান সাগরে অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে আরও শক্তিশালী হবে, এমনটাই খবর আবহাওয়া সূত্রে। দক্ষিণ বঙ্গোপসাগরে এই সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, জানিয়েছে ভারতের মৌসম ভবন।
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কা উপকূলে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে । এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এই সিস্টেম ও শক্তিশালী হওয়া সম্ভাবনা রয়েছে। এই সাইক্লোনের নাম দেওয়া হয়েছে সেনিয়ার। এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। এই নামের অর্থ ‘সিংহ’। আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহান্তে আরও ২ ডিগ্রির কাছাকাছি বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। মালাক্কা প্রণালীর কাছে গভীর নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সতর্ক করা হল আন্দামানে যাওয়া পর্যটকদের।
আবহাওয়া দফতর জানাচ্ছে, এই ঘূর্ণিঝড়টির, অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অভিমুখ রয়েছে। এই ঝড়ের প্রভাবে, আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ অংশে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নভেম্বর মাসের ২৬ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টি ইন্দোনেশিয়া কোয়েস্ট পার করে যেতে পারে। তামিলনাড়ুতে ৩০ নভেম্বর পর্যন্ত ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। লাক্ষাদ্বীপ, অন্ধ্রপ্রদেশ, আন্দামান আর নিকোবরে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মাসের শেষের দিকে। ডিসেম্বরের শুরুর দিক থেকেই ধীরে ধীরে শক্তি হারাবে ঘূর্ণিঝড়।
এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, প্রবল বর্ষন ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের।






















