Purba and Paschim Burdwan Weather: আজ কি ঝড়-বৃষ্টি হতে পারে দুই বর্ধমানে ?
Weather Forecast of Purba and Paschim Burdwan : দুই জেলার আবহাওয়ার বিস্তারিত জেনে নিন...
বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।
দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আজকের আপডেট কী-
সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature)- ৪১ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature)- ২৫ ডিগ্রি সেলসিয়াস
আবহাওয়ার প্রকৃতি (Nature of Weather)- ঝড়, মেঘলা আকাশ
বাতাস- ১৮ কিমি/ঘণ্টা
আর্দ্রতা - ২৫ শতাংশ
সূর্যোদয়- সকাল ৪টা ৫৭ মিনিট
সূর্যাস্ত- ৬টা ১৩ মিনিটে
দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -
সর্বোচ্চ তাপমাত্র- ৩০ ডিগ্রি সেলসিয়াস। পরিষ্কার আকাশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩ কিলোমিটার।
বঙ্গের আবহাওয়া-
গতকাল হঠাৎ ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় দক্ষিণবঙ্গের একাংশ। মৃত্যু হয়েছে ৬জনের। একাধিক জায়গায় গাছ পড়ে বেশ কয়েকজন আহত। ভিক্টোরিয়ার সামনে গাছ পড়ে দুমড়ে মুচড়ে যায় গাড়ি। দুর্যোগের জেরে ভাতারে থমকে যায় অভিষেকের কনভয়। মঙ্গলকোটের সভা, আউশগ্রামের রোড শো বাতিল করে দিতে হয়। হাওড়া-শিয়ালদা দুই সেকশনেই ব্য়াহত হয় ট্রেন চলাচল।
প্রচণ্ড গরমের পর, এল বৃষ্টি। কিন্তু তার আগে প্রকৃতির রুদ্র রূপ... চলল তাণ্ডব। প্রচণ্ড ঝড়ে বিভিন্ন জায়গায় উপড়ে গেল গাছ। একাধিক জায়গায় গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে জখম হন যাত্রী। কাড়ল প্রাণও। সোমবার বিকেল হতেই আকাশ ক্রমশ কালো হয়ে আসে। এরপরই, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকু়ড়া, দুই বর্ধমানে শুরু হয় প্রচণ্ড ঝড়।
ভিক্টোরিয়ার সামনে পরপর গাড়ির ওপর উল্টে পড়ে গাছ। দুমড়ে মুচড়ে যায় একটি গাড়ি। আহত হন এক আরোহী। দমদমেও গাড়ির ওপর ভেঙে পড়ে গাছ। আহত হন যাত্রী। লেক গার্ডেন্স, সাদার্ন অ্য়াভিনিউতেও বিভিন্ন প্রান্তে গাছ পড়ে ব্য়াপক যানজট তৈরি হয়। আহত হন একাধিক পথচারী। বাঁকুড়ায় প্রবল ঝড়ে একটি বাড়ির পর ভেঙে পড়ে হোর্ডিং ও তার স্ট্রাকচার। ক্ষতিগ্রস্ত হয় বাড়ি। এরইমধ্য়ে বারুইপুরে হয় শিলাবৃষ্টি। চন্দ্রকোণাতেও মারাত্মক ঝড় বৃষ্টি হয়। প্রচণ্ড দুর্যোগের জেরে, শিয়ালদা মেন ও দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়।