Purba and Paschim Burdwan Weather : দুর্যোগ কেটেছে দক্ষিণবঙ্গে, আজ কেমন থাকবে দুই বর্ধমানের আবহাওয়া ?
Weather Forecast of Purba and Paschim Burdwan : দুই জেলার আবহাওয়ার বিস্তারিত জেনে নিন...
বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।
দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী-
সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature)- ৩০ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature)- ১৯ ডিগ্রি সেলসিয়াস
আবহাওয়ার প্রকৃতি (Nature of Weather)- রৌদ্রজ্জ্বল আকাশ
বাতাস- ৪ কিমি/ঘণ্টায়
আর্দ্রতা - ৫৬ শতাংশ
সূর্যোদয়- ৫টা ৩৯ মিনিটে
সূর্যাস্ত- ৫টা ০৫ মিনিটে
দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -
সর্বোচ্চ তাপমাত্র- ২৪ ডিগ্রি সেলসিয়াস। বিচ্ছিন্ন মেঘলা আকাশ। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৩ কিমি।
বাংলাদেশে আছড়ে পড়ল সিত্রাং-
বরিশালের কাছে তিনকোণা ও সন্দ্বীপের মাঝে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। ল্যান্ডফলের সময় গতকাল ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা। সিত্রাংয়ের প্রভাব সবথেকে বেশি পড়েছে বাংলাদেশে। প্রবল ঝড় ও বৃষ্টিতে ঢাকা, কুমিল্যার নাগালকোট, ভোলার দৌলতখাঁ, বরগুনা, নড়াইলের লোহাগাড়া, সিরাজগঞ্জে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বাংলাদেশে ল্যান্ডফলের পরেই শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। প্রবল ঝড় ও বৃষ্টিতে ৭ জনের মৃত্যু হয়েছে। ল্যান্ডফলের পর আরও উত্তর-পূর্বে সরে গিয়ে ক্রমশ দুর্বল হবে নিম্নচাপ।
বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সোমবার কক্সবাজারের উপকূলবর্তী এলাকা থেকে হাজারের বেশি মানুষকে নিরাপদ দূরত্বের সাইক্লোন শেল্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্ততপক্ষে ২৮ হাজার ১৫৫ জন মানুষকে এবং ২ হাজার ৭৩৬টি গরুকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সোমবার সন্ধে পর্যন্ত স্থানান্তরের কাজ চলে। ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে ৫৭৬টি শেল্টার প্রস্তুত রাখা হয়।
এরাজ্যে প্রভাব-
এদিকে দুর্যোগ কেটেছে এরাজ্যের দক্ষিণবঙ্গে। আজ থেকে ফের শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। আজ দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের জন্য জারি থাকছে নিষেধাজ্ঞা।
আরও পড়ুন ; গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় সিত্রাং, দুর্যোগ কেটেছে দক্ষিণবঙ্গে?