Weather Update: মাঘের শেষলগ্নে শীত-বৃষ্টির খেলা বঙ্গে
Weather Forecast: বৃষ্টি এলেই ঠান্ডা কমছে। আবার বৃষ্টি চলে গেলেই লেপ, কম্বল টানতে হচ্ছে বাঙালিকে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালি হাওয়ার সংঘাতে মাঘের শেষলগ্নে শীত-বৃষ্টির খেলা দুই বঙ্গেই। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির (Rain Forecast) সম্ভাবনা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের (North Bengal) ওপরের ৫ জেলাতেও।
https://www.imdkolkata.gov.in/ - সূত্রানুসারে
দিন | Min | Max | Text |
---|---|---|---|
10-Feb | ১৮.০ | ২৬.০ | মেঘলা আকাশ, হালকা বৃষ্টি |
11-Feb | ১৭.০ | ২৬.০ | মেঘলা আকাশ, হালকা বৃষ্টি |
12-Feb | ১৫.০ | ২৫.০ | কুয়াশা |
13-Feb | ১৫.০ | ২৪.০ | পরিষ্কার আকাশ |
14-Feb | ১৬.০ | ২৫.০ | পরিষ্কার আকাশ |
বৃষ্টি (Weather) এলেই ঠান্ডা (Winter) কমছে। আবার বৃষ্টি চলে গেলেই লেপ, কম্বল টানতে হচ্ছে বাঙালিকে। ফের ফিরছে আবহাওয়ার (Weather Update) সেই চক্র। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) পূর্বাভাস, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের (SouthBengal) কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারের পর পরবর্তী তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এদিকে, গতকালের তুলনায় ২ ডিগ্রি বেড়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বৃষ্টি কাটলে ফের শীতের আমেজ ফিরবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
আরও পড়ুন: North 24 Parganas Weather Forecast: আজ কেমন উত্তর ২৪ পরগণার আবহাওয়া?