Weather Update: ফের পারদ পতন, নতুন বছরের শুরুতে দাপট নিয়ে ফিরছে শীত
Winter Update: শেষমেশ কাটল পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে আজ থেকেই রাজ্যজুড়ে পরিষ্কার আকাশ (Clear Sky)। বর্ষবরণের (New Years Eve) সময়ই রাজ্যের (West Bengal) একাধিক জেলায় ভালমতোই মালুম হবে ঠান্ডা
![Weather Update: ফের পারদ পতন, নতুন বছরের শুরুতে দাপট নিয়ে ফিরছে শীত Weather Update: Get to know about weather forecast West Bengal Weather Update: ফের পারদ পতন, নতুন বছরের শুরুতে দাপট নিয়ে ফিরছে শীত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/23/92998cc5f02d6d5bb20d3ea3a9f98437_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সঞ্চয়ন মিত্র, কলকাতা: নতুন বছরের (New Year) শুরুতে দাপট নিয়েই ফিরতে চলেছে শীত (Winter)। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Office) পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী দু’তিনদিনে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা। আরও নামবে পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature) ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকালের থেকে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস নামল পারদ। ইতিমধ্যে বিভিন্ন জেলায় জাঁকিয়ে ঠান্ডা মালুম হতে শুরু করেছে।
গত কয়েকদিন ধরে কলকাতা (Kolkata) সহ রাজ্যজুড়ে ছিল মেঘলা আকাশ। পশ্চিমী ঝঞ্ঝার জেরে শুধু শীত যে বাধাপ্রাপ্ত হচ্ছিল তাই নয়, সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়েছে অল্প-বিস্তর বৃষ্টিও। তবে সেই ঝঞ্ঝা কেটেছে। যার জেরে এই মুহূর্তে স্বাভাবিকের থেকে যে তিন-চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে রয়েছে রাজ্যজুড়ে, সেটা নেমে পৌঁছবে স্বাভাবিকের কাছাকাছি। কোথাও কোথাও তা নামতে পারে স্বাভাবিক তাপমাত্রার থেকে নিচেও। যার জেরে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, রাজ্যের সর্বত্রই নতুন বছরের আমদানি করবে জাঁকিয়ে শীত।
বৃহস্পতিবার ফের বরফ পড়ে সান্দাকফুতে। আটকে পড়েন শতাধিক পর্যটক। সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজ শুরু করেন স্থানীয়রা। এদিন নতুন করে তুষারপাত না হলেও, জমে থাকা বরফ দেখতে টাইগার হিলে ছুটছেন পর্যটকরা। অন্যদিকে, তুষারপাতে টুমলিং-এ আটকে পড়েছিলেন ১৫৫ জন পর্যটন। এসএসবি-র সহায়তায় তাঁদের উদ্ধার করে পুলিশ ও প্রশাসন। এদিকে উত্তর ভারতে অব্যাহত শৈত্যপ্রবাহ অব্যাহত। আর শীতের মাঝেই ভিজছে রাজধানী।
শীত মানেই কনকনে হাওয়া, লেপ জড়িয়ে গরম ধোঁয়া ওঠা কাপে চুমুক। কিন্তু সেই আবহাওয়া এখন খামখেয়ালি। মঙ্গলবার, কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
আরও পড়ুন: Petrol Diesel Price Today: কলকাতায় আজ পেট্রোল-ডিজেলের দাম কত?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)