Kolkata Weather : ফের আবহাওয়ার ভোলবদল, এক ধাক্কায় আজ প্রায় ৪ ডিগ্রি নামল পারদ
Weather Update Report : আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : কলকাতায় ( Kolkata ) বৃহস্পতিবার ২০ ডিগ্রির ওপর ছিল পারদ। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা ( Lowest Temperature ) ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। প্রত্যাশা মতোই একদিনে অনেকটা নামল পারদ। একধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ১৬ ডিগ্রির আশেপাশে।
শুক্রবার সকাল শুরু হল কুয়াশা দিয়ে । সর্বোচ্চ ( Highest Temperature ) ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে যথাক্রমে ৩০ ডিগ্রি ও ১৮ ডিগ্রির আশেপাশে। বেলা বাড়লে রোদ উঠবে।
কলকাতা আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ( Alipore Met Office ) , শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ১ ডিগ্রি বেশি স্বাভাবিকের থেকে।
সর্বোচ্চ তাপমাত্রা = 28.7 ˚C (+1)
সর্বনিম্ন তাপমাত্রা = 16.8˚C (-1)
আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দু’- এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে। তারপর ধীরে ধীরে বিদায় নেবে শীত।
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
10-Feb | 18.0 | 29.0 | Fog/mist in the morning and mainly clear sky later | |
11-Feb | 19.0 | 30.0 | Fog/mist in the morning and mainly clear sky later | |
12-Feb | 20.0 | 31.0 | Mainly Clear sky | |
13-Feb | 19.0 | 31.0 | Mainly Clear sky | |
14-Feb | 18.0 | 29.0 | Mainly Clear sky | |
15-Feb | 18.0 | 28.0 | Mainly Clear sky | |
16-Feb | 19.0 | 29.0 | Mainly Clear sky |
Social Media Handles:
Facebook: https://www.facebook.com/abpananda
Twitter: https://twitter.com/abpanandatv
Google+: https://plus.google.com/+abpananda