Darjeeling Weather : এক ধাক্কায় ২ ডিগ্রি নেমেছে পারদ, তুষারাবৃত দার্জিলিঙে হাড়কাঁপানো ঠাণ্ডা
Darjeeling Weather Update : তাপমাত্রা গতকালের থেকে নেমেছে আরও ২ ডিগ্রি। রাতের দিকে হু হু করে বইছে হাওয়া।
![Darjeeling Weather : এক ধাক্কায় ২ ডিগ্রি নেমেছে পারদ, তুষারাবৃত দার্জিলিঙে হাড়কাঁপানো ঠাণ্ডা Weather Update Report: Get to know about weather forecast of Darjeeling district today from West Bengal 19January Darjeeling Weather : এক ধাক্কায় ২ ডিগ্রি নেমেছে পারদ, তুষারাবৃত দার্জিলিঙে হাড়কাঁপানো ঠাণ্ডা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/16/1c1cb63233015802ae295e10da45f45e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দার্জিলিং : ফের বরফে ঢাকল পাহাড়। এদিন তুষারপাত হয় জোড়বাংলো, ঘুম ও টাইগার হিলে। সকাল থেকেই মেঘলা আবহাওয়ায় আকাশের মুখ ছিল ভার। আর একটু বেলা হতেই ঠান্ডার রেশ আরও একটু বাড়িয়ে হল বৃষ্টি। সঙ্গে অল্প তুষারপাত। টাইগার হিল (Tiger Hill), জোড়বাংলা, ঘুম (Ghum) এলাকা জুড়ে বৃষ্টি-তুষারপাত হয়েছে। তাপমাত্রা গতকালের থেকে নেমেছে আরও ২ ডিগ্রি। রাতের দিকে হু হু করে বইছে হাওয়া।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) জানিয়েছে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে রাজ্যেও আবহাওয়ার (Weather) পরিবর্তন। আজ ও কাল উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।
https://www.imdkolkata.gov.in/ - সূত্র বলছে -
দিন | সর্বনিম্ন তাপমাত্রা | সর্বোচ্চ তাপমাত্রা |
কেমন থাকবে আকাশ |
---|---|---|---|
২১-Jan | ৪.০ | ১২.0 | সকালে কুয়াশা , তারপর পরিষ্কার আকাশ, মাঝে মধ্যে মেঘ |
![Darjeeling Weather : এক ধাক্কায় ২ ডিগ্রি নেমেছে পারদ, তুষারাবৃত দার্জিলিঙে হাড়কাঁপানো ঠাণ্ডা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/16/59d649f4c782cd8d4d1639842752f657_original.jpg)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)