Weather Today 25 May: কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস
Weather Update Report: কলকাতায় আজ দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনাউত্তরবঙ্গে দমকা ঝোড়ো হাওয়া
সঞ্চয়ন মিত্র, কলকাতা : বিকেলে কালবৈশাখী বইছে। কিন্তু স্বস্তি মিলছে কই ! ভ্যাপসা গরম, ঘাম থেকে রেহাই মিলছে না। এর থেকে স্বস্তি মিলবে না, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ( Alipore Weather Office) । গরম থেকে স্বস্তি দিতে পারবে না ক্ষণিকের বৃষ্টি। কলকাতায় (Kolkata Weather) আজও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনভর বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
শহর কলকাতায় কেমন থাকবে আবহাওয়া :
কলকাতায় আজ দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি (Humidity)। বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন : এই আবহাওয়ায় টোম্যাটো ফ্লু থেকে সাবধান ! কী দেখে বুঝবেন রোগ
উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়ার পূর্বাভাস :
উত্তরবঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বুধবার কোথাও কোথাও হালকা ঝড়ও বইবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। স্থানীয়ভাবে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বৃষ্টি কমলেও শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
জেলায় কেমন থাকবে আবহাওয়া :
বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে, অনুকূল পরিবেশ থাকায় মধ্য বঙ্গোপসাগর ও আরব সাগরের অনেকটা ভিতরে ঢুকেছে মৌসুমী বায়ু। আগামী কয়েকদিনের মধ্যে মৌসুমী বায়ুর হাত ধরে ভারতের মূল ভূখণ্ড কেরলে পৌঁছবে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের।
Daily Weather Video (Hindi) Dated 24.05.2022
— India Meteorological Department (@Indiametdept) May 24, 2022
Youtube link:https://t.co/bdKP8NDjBC
Facebook link:https://t.co/laPjW2PkgF
উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।