Weather Update: এক নাগাড়ে ভারী বৃষ্টি, বাড়ল জলস্তর; বিপর্যস্ত সুন্দরবন
South 24 Parganas: আবহাওয়া দফতরের পরিসংখ্য়ান বলছে, চলতি মাসে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনায় টানা ৩ দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি। যার ফলে সবচেয়ে বেশি বিপর্যস্ত সুন্দরবন এলাকা। গত ২৪ ঘণ্টায় ১৫০ মিমি বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির ফলে নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে। আজ বিকেলের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। কাল থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণের জেলাগুলিতে।
আবহাওয়া দফতরের পরিসংখ্য়ান বলছে, চলতি মাসে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। গত তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে দক্ষিণ ২৪ পরগনাতেও। যার ফলে সবথেকে বেশি বিপর্যস্ত হয়েছে সুন্দরবন এলাকা। গত কয়েকদিনেই সুন্দরবনের জনজীবন বিপর্যস্ত। সুন্দরবনের ১৩টি ব্লকই দুর্যোগের সম্মুখীন হয়েছে। গোসাবা, ক্যানিং, নামখানা, কাকদ্বীপ, সাগরে প্রতিটি জায়গায় গত ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তার আগে থেকেই কটাল এবং নিম্নচাপের বৃষ্টিতে নদী ও সমুদ্রের জলস্তরও বৃদ্ধি পেয়েছে। সঙ্গে বইছে দমকা বাতাস। নামখানার নারায়ণপুর এলাকায় ৩০ থেকে ৩৫টি বাড়িতে জল ঢুকেছে। ইলিশ ধরার মরসুমে এই আবহাওয়ার জেরে বাধা পাচ্ছেন মৎস্যজীবীরাও। জেলার একটা বড় অংশে আমন ধানের চাষ হয়। ধান রোয়ার কাজ চলছিল। এই আবহাওয়ার জেরে ব্যাহত হয়েছে তাও। জমিতে জমেছে জল। এই জল নিষ্কাশন করা না গেলে পচন ধরতে পারে। এমনকী সবজি ক্ষেতও জলের তলায়। বিপুল ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব ও-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণ বঙ্গের সব জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে দু এক জায়গায়। এছাড়া হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কাল শুক্রবারে বৃষ্টির পরিমাণ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে দু এক জায়গায়। কার্যত শুক্রবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। কার্যত পরিষ্কার আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ দুয়েক জায়গায় দু এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সোম-মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।






















