Purba and Paschim Burdwan Weather : আজ কেমন দুই বর্ধমানের আবহাওয়া ?
Weather Forecast of Purba Burdwan : দুই জেলার আবহাওয়ার বিস্তারিত জেনে নিন...
![Purba and Paschim Burdwan Weather : আজ কেমন দুই বর্ধমানের আবহাওয়া ? weather update : weather forecast of purba and paschim burdwan on 9th August Purba and Paschim Burdwan Weather : আজ কেমন দুই বর্ধমানের আবহাওয়া ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/09/fc5775cedc4d454d8b07afb6a1ab0d781660039137045170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান জেলাতেও রয়েছে কৃষিকাজ।
সেই লক্ষ্যেই এই দুই জেলার দৈনন্দিন আবহাওয়ার আপডেট দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।
আরও পড়ুন ; নিম্নচাপের জেরে বইবে দমকা ঝোড়ো হাওয়া, ফ্রেজারগঞ্জ-গঙ্গাসাগরে জারি সতর্কতা
দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী -
সর্বনিম্ন তাপমাত্রা- ২৬ ডিগ্রি সেলসিয়াস
আবহাওয়ার প্রকৃতি- হাল্কা বৃষ্টি, মেঘলা আকাশ
বাতাস- ২৪ কিমি/ঘণ্টায়
আর্দ্রতা - ৭৭ শতাংশ
সূর্যোদয়- ৫টা ১২ মিনিটে
সূর্যাস্ত- ৬টা ১৫ মিনিটে
দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -
সর্বোচ্চ তাপমাত্র- ৩২ ডিগ্রি সেলসিয়াস। ভাঙা মেঘ। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯ কিমি।
বঙ্গের আবহাওয়া-
এদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। তার জেরে আজ ও কাল রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সকাল থেকে মেঘলা আকাশ। কোথাও কোথাও ভোর থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। আগামী এক-দু’ ঘণ্টার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ও রয়েছে। আগামী ২ থেকে ৩ ঘণ্টায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ঝেঁপে বৃষ্টি আসছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে প্রায় সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে রাজ্যের উপকূলবর্তী দুই জেলায়। মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে লাল সতর্কতা।
অন্যদিকে, ভরা কটালের সঙ্গে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হবে। উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস বাড়বে। ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দিঘা, মন্দারমণি, তাজপুর, বকখালি, সাগর দ্বীপে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য জারি লাল সতর্কতা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)