Weather Update: হাঁসফাঁস গরমে নাজেহাল তিলোত্তমা, কালবৈশাখীর সম্ভাবনা কি রয়েছে?
ফলে এই পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলছে না। আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকালই দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি। কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে এই পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলছে না। আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকালই দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,
- দক্ষিণবঙ্গের দুই জেলা, বীরভূম ও পশ্চিম বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস।
- বীরভূমে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস।
- বাইরে মুখ, চোখ, নাক ঢেকে বাসিন্দারা বেরোচ্ছেন। রাস্তাঘাটে লোক চলাচল অপেক্ষাকৃত কম।
- পশ্চিম বর্ধমানেও তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস।
- জরুরি কাজ ছাড়া বাসিন্দারা ঘর থেকে বেরোচ্ছেন না। ঠান্ডা পানীয়র দোকানে ভিড়। সকাল ১০টার পর থেকে ফাঁকা হয়ে যাচ্ছে বাজারহাট।
- বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। মুখ-মাথা ঢেকে লোকজন রাস্তায় বেরোচ্ছেন। কোথাও ছায়া দেখলেই সেখানে আশ্রয় নিচ্ছেন
- পথচারীরা। অন্যান্যদিনের তুলনায় রাস্তায় লোকজনও অনেক কম।
দার্জিলিং-এ আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আজ, ২৫ এপ্রিল উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৫ শতাংশ। হাওয়ার গতিবেগ ১৮ কিলোমিটায়/ঘণ্টা।
আরও পড়ুন:Darjeeling Weather : আজ দার্জিলিং-এর আবহাওয়ার হাল হকিকত কেমন
২৫ এপ্রিল (April) মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা একলাফে বেড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি।
আরও পড়ুন: Bankura Weather: চোখ জ্বলসানো রোদ, তীব্র তাপমাত্রা; কেমন থাকবে আজকের আবহাওয়া