Weather Update: ভরা মাঘেও অধরা শীত, ফেব্রুয়ারির শুরুতে কি ফিরবে ঠান্ডা?
তবে কাল থেকে আগামী দু'দিন নিম্নমুখী হতে পারে তাপমাত্রা।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফেব্রুয়ারির (February) প্রথম সপ্তাহে ফিরতে পারে শীত। আজ কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ১৯ . ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ . ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তবে কাল থেকে আগামী দু'দিন নিম্নমুখী হতে পারে তাপমাত্রা।
মাঘে দেখা নেই হাড়কাঁপানো ঠাণ্ডার। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ ছিল কুয়াশায় মোড়া। বেলা বাড়তেই তা কেটে দেখা দেয় রোদ্দুর।
কুয়াশায় দুর্ঘটনা: বেশ কিছুদিন ধরেই দক্ষিণবঙ্গ জু়ড়ে কুয়াশার দাপট অব্যাহত । এরইমধ্যে কুয়াশার কারণে কলকাতাসহ জেলা , একাধিক জায়গায় দুর্ঘটনা ঘটেছে । গত মঙ্গলবার ভোর থেকেই কুয়াশার চাদরে মুড়ে যায় কলকাতা। ঘন কুয়াশায় ঢেকে যায় শহর থেকে শহরতলি। দৃশ্য়মানতা কমে যাওয়ায় , ফগ লাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করে যানবাহন।
কুয়াশার জেরে, দৃশ্যমানতা কমে যাওয়ায় ,পূর্ব মেদিনীপুরের মহিষাদলে , ট্রেনের ধাক্কায় মৃত্য়ু হয় এক ভ্য়ানচালকের। মঙ্গলবার সকালে, মহিষাদলের বাবুরহাট ও চণ্ডীপুরের মাঝে, প্রহরীবিহীন লেভেল ক্রশিংয়ে, রেললাইনে আটকে যায়, মেশিন ভ্য়ানের চাকা।
সেই সময় আসছিল হাওড়া থেকে হলদিয়াগামী একটি ট্রেন। কুয়াশার কারণে দৃশ্য়মানতা কম থাকায় ট্রেনের চালক ভ্য়ানটিকে দেখতে পাননি। ট্রেনটি সজোরে এসে ধাক্কা মারে ভ্য়ানে। ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যান ভ্য়ানের চালক। আহত হন আরও ১ জন।
অন্য়দিকে, ঘন কুয়াশার মধ্যে, কলকাতার সাউথ ট্য়াংরা রোডে উল্টে যায় সবজি বোঝাই ট্রাক। ট্রাকে চালক সহ ৩ জন ছিলেন। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। বারাসাত যাচ্ছিল ট্রাকটি। কুয়াশার মধ্যে, টার্ন নিতে গিয়ে দুর্ঘটনা ঘটে।
এদিকে, ঘন কুয়াশায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায় ট্য়াক্সি। গাড়ির ভিতর ৩ জন ছিলেন। ৩ জনই কোনওমতে রক্ষা পেয়েছেন। কুয়াশার দাপটে হাওড়া স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত হয়। বেশ কিছু দূরপাল্লার ট্রেন, যেমন, ডাউন চম্বল এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, অমৃতসর মেল, বিভূতি এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস, কালকা মেল নির্ধারিত সময়ের থেকে বেশ খানিকটা দেরিতে হাওড়ায় ঢোকে।