West Bengal Top News : দিল্লিতে বিস্ফোরক মুকুল, বঙ্গে চলবে তাপপ্রবাহ, এই মুহূর্তে রাজ্যের সেরা ৫ খবর, একঝলকে
Top News : দিল্লিতে বিস্ফোরক মুকুল, বঙ্গে চলবে তাপপ্রবাহ আর কী কী খবর আজ দুপুরে
![West Bengal Top News : দিল্লিতে বিস্ফোরক মুকুল, বঙ্গে চলবে তাপপ্রবাহ, এই মুহূর্তে রাজ্যের সেরা ৫ খবর, একঝলকে West Bengal Afternoon Top News 19 April 2023 West Bengal Top News : দিল্লিতে বিস্ফোরক মুকুল, বঙ্গে চলবে তাপপ্রবাহ, এই মুহূর্তে রাজ্যের সেরা ৫ খবর, একঝলকে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/19/01a1fcd0ba510ae48bcc102c0dc7b861168189771161053_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পরিবর্তন চান মুকুল
মঙ্গলবার থেকেই মুকুল রায়কে ( Mukul Roy ) নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি ( West Bengal Politics ) । প্রথমে দিল্লি বিমানবন্দরে মুকুলের ভাইরাল ভিডিও ( Viral Video ) । তারপর ছেলে শুভ্রাংশুর সাংবাদিক বৈঠক। তারপর দিল্লিতে মুকুলের মুখ খোলা। পরপর ঘটনায় তুলকালাম বঙ্গ রাজনীতিতে। তাহলে পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে মুকুলের ? মুকুলের ডেস্টিনেশন কি বিজেপি ? তাহলে তৃণমূলে ফিরেছিলেন কেন ? এই প্রশ্নগুলো যখন রাজনীতির অন্দরমহলে ঘুরপাক খাচ্ছে, তখনই এবিপি আনন্দের ক্যামেরায় বিস্ফোরক মুকুল রায়। বললেন, 'তৃণমূলে প্রত্যাবর্তনের সময় মানসিক অবস্থা ঠিক ছিল না'।
জেলের ভিতরে অলঙ্কার কেন পার্থর, প্রশ্ন ইডির
প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের ভিতরে অলঙ্কার পরে আছেন কীভাবে, তাই নিয়ে আদালতে প্রশ্ন উঠল। বিচারকের সামনে এই সওয়াল করলেন ইডির আইনজীবী। পার্থ চট্টোপাধ্যায় কতটা প্রভাবশালী, তা তাঁর জেলের মধ্যে আংটি পরা থেকেই বোঝা যাচ্ছে, বলে মন্তব্য করেন কেন্দ্রীয় সংস্থার আইনজীবী। ইডি-র আইনজীবী ভার্চুয়াল শুনানির সময় সওয়াল করেন , 'জেল ম্যানুয়াল বলছে, কোন বন্দি কোনও অলঙ্কার পরতে পারেন না'। তা শুনে শুনানি চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের হাত দেখতে চান বিচারক, খবর সূত্রের।
'জাতীয় তকমা ফেরাতে ৪ বার ফোন মমতার, প্রত্যাখ্যান শাহর', বিস্ফোরক দাবি শুভেন্দুর
'জাতীয় তকমা হারানোর পরে অমিত শাহকে (Amit Shah) ফোন করেছিলেন মমতা (Mamata Banerjee)'। সিঙ্গুরের (Singur) সভা থেকে এমনই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন শুভেন্দু অধিকারী মঞ্চ থেকেই বলেন, জাতীয় তকমা ফেরানোর জন্য ৪ বার ফোন করে অনুরোধ করেছিলেন মমতা, প্রত্যাখ্যান করেছেন অমিত শাহ'। সিঙ্গুরের সভা থেকে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। সিঙ্গুরের সভা থেকে তৃণমূলের (TMC) শিল্পনীতি নিয়ে তীব্র আক্রমণ করলেন শুভেনদু অধিকারী, যিনি সিঙ্গুরে টাটা বিরোধী আন্দোলনের সময় তৃণমূলের হেভিওয়েট নেতা ছিলেন। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূলও। তৃণমূল জাতীয় দলের তকমা হারানো নিয়েও, সিঙ্গুরের সভা থেকে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু।
আজও তাপপ্রবাহের পূর্বাভাস! সপ্তাহশেষে স্বস্তি দেবে হালকা বৃষ্টি
গরমে হাঁসফাঁস অবস্থা। আজ, বুধবারও দক্ষিণবঙ্গের একাংশজুড়ে প্রবল তাপপ্রবাহের সতর্কতা। মঙ্গলবার বাঁকুড়ায় রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রামে প্রবল তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই এই পরিস্থিতি জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও বিপাকে বড়ঞার তৃণমূল বিধায়ক
নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে বড়ঞার তৃণমূল বিধায়ক। জীবনকৃষ্ণ সাহার ৮টি ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট ফ্রিজ করে দিল সিবিআই। এর মধ্য়ে ৫টি বেসরকারি ও ৩টি সরকারি ব্যাঙ্ক অ্য়াকাউন্ট রয়েছে। ব্যাঙ্কে চিঠি পাঠিয়ে বন্ধ করে দেওয়া হল লেনদেন। জীবনকৃষ্ণের কোথায়, কত সম্পত্তি জানতে রেজিস্ট্রি অফিসেও চিঠি পাঠাচ্ছে সিবিআই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)