BJP News: পুজো মিটতেই ভোট-প্রস্তুতি শুরু বঙ্গ বিজেপির, রাজ্যে এলেন নির্বাচন কমিটির পর্যবেক্ষক ও সহ পর্যবেক্ষক
Bengal Assembly Election 2026 : গতমাসেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দায়িত্বে আনা হয়েছে ভূপেন্দ্র যাদবদের। পুজো মিটতেই নির্বাচনী ব্লুপ্রিন্ট তৈরি করতে উদ্যোগী তাঁরা।

কলকাতা : পুজো মিটতেই বঙ্গ বিজেপির ২০২৬-এর ভোটের প্রস্তুতি শুরু। কলকাতায় এলেন বঙ্গ বিজেপির নির্বাচন কমিটির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব ও সহ পর্যবেক্ষক বিপ্লব দেব। সল্টলেকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। বৈঠকে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। গতমাসেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দায়িত্বে আনা হয়েছে ভূপেন্দ্র যাদবদের। পুজো মিটতেই নির্বাচনী ব্লুপ্রিন্ট তৈরি করতে উদ্যোগী তাঁরা।
এ প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, "ইতিমধ্যে ভোটের দামামা বেজে গেছে। আজ প্রথমবার এসছেন। বাংলার মানুষ জানেন...। দুর্নীতি, মহিলাদের উপর অত্যাচার, যেভাবে একদিনের বৃষ্টিতে কলকাতায় ৮ জন মানুষ মারা গেল, কী অবস্থা ! ঘরে ঘরে গেলেই আজ এই সরকার সম্বন্ধে বিতশ্রদ্ধ এটাই বলছেন। মানুষকে সঙ্গে নিয়ে আমরা লড়ব।"
ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন, "সামনে নির্বাচন। সেই নির্বাচনের জন্য যে রুটম্যাপ সেটা নিয়ে আজকের বৈঠক। সমস্ত কিছুই এখানে আলোচনা হতে পারে। ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব ...এঁরা আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচনের দায়িত্ব পেয়েছেন। এছাড়া তো বনসলজি, মঙ্গল পাণ্ডে ও অমিত মালব্য আছেন। তাঁরা আসছেন সকলে। এবার আমাদের দলের কার্যক্রম শুরু হবে। একইসঙ্গে আগামী নির্বাচনে কীভাবে আমরা এগিয়ে যাব সে বিষয়ে আলোচনা হবে। ২০২৬-কে কেন্দ্র করেই হচ্ছে। এ ব্যাপারে কোনও সন্দেহ নেই।"
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। সেই নিয়ে প্রস্তুতি চরমে সব রাজনৈতিক দলের অন্দরেই। আর সেই আবহেই দিন কয়েক আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শমীক ভট্টাচার্য । বলেন, “আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিয়েছি।” তাহলে কি ভুল করছিলেন? সাংবাদিকের প্রশ্নের উত্তরে শমীক বলেন, “আমরা জন্ম দিইনি। জন্মের সময় উপস্থিত ছিলাম। কংগ্রেসের প্রবল গর্ভযন্ত্রণার সময় লেবার রুমে অটলবিহারি বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবানী না থাকলে, তৃণমূল নামক শিশুটির জন্ম হতো না।” (TMC vs BJP) শমীকের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, “এসব কথার জাগলারি। তৃণমূল তৃণমূলের মতোই আছে। সারা বাংলা জুড়ে আছে। শুধু বিজেপি বাংলায় দুর্বল, নেই। আবার হারবে। নিজেদের হতাশা, ব্যর্থতা কথার জাগলারি দিয়ে ঘুরিয়ে লাভ নেই। বিজেপি-র যেটুকু ভোট, তা সিপিএম-এর দেওয়া। তৃণমূলের ভোট কমেনি। সিপিএম-এর ভোট বিজেপি-তে যুক্ত হয়েছে।” BJP News






















