West Bengal Assembly Election : এগিয়ে আসছে বিধানসভা ভোট ? এত তাড়াতাড়ি ভোট শুরু? জল্পনা শুরু
সূত্রের খবর, ৩ থেকে ৪ দফায় ভোটগ্রহণ হতে পারে। এপ্রিলের শুরুতে ভোটগ্রহণ শুরু করলে তা শেষ করতে হবে ১২ এপ্রিলের মধ্যে।

দীপক ঘোষ, রুমা পাল, কলকাতা : ভোট ঘোষণা এখনও দূর-অস্ত। তার আগেই SIR-ময় পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে রাজনৈতিক চাপান-উতোর। ইংরেজি বছরের শেষ দিনে অমিত শাহ রাজ্যে এসে বলে গেছেন, বাংলা বছরের শুরুর আগেই পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হবে। আর তারপরেই শুরু হয়ে গেছে জল্পনা। তাহলে কি ভোট এগিয়ে আসছে? আগেরবারের মতো আর ৭-৮ দফায় ভোট হবে না? সেক্ষেত্রে কত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী লাগবে? এসব প্রশ্নেই শুরু হয়েছে জল্পনা। ২০২১-এ ৮ দফায় ভোটগ্রহণ হয়েছিল পশ্চিমবঙ্গে। ২০২৪ সালে ৭ দফায় লোকসভা ভোট গ্রহণ হয় পশ্চিমবঙ্গে। গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল লোকসভা ভোট। শেষ হয় ৭ দফায় লোকসভা ভোট । ১ জুন অবধি ভোটগ্রহণ হয়েছিল। এবার বাংলা বছরের শুরুর আগেই পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করতে হলে বিধানসভা ভোট শুরু করতে হবে আরও তাড়াতাড়ি। সেক্ষেত্রে কত দফায় ভোট হচ্ছে সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপাতত এসআইআর প্রক্রিয়া পুরোপুরি শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ১৪ ফেব্রুয়ারি । তারপর ভোট ঘোষণা, তারপর আদর্শ আচরণবিধি মেনে চলার নির্দিষ্ট সময়, তারপর ভোটগ্রহণ ও শেষে ভোটের ফল বের হলে সরকার গঠন। এতগুলি ধাপ পেরোনোর জন্য তাই সময় যথেষ্ট কম।
এত সব জল্পনার মূলে অমিত শাহর একটি মন্তব্য। তিনি কলকাতায় এসে বলে গিয়েছিলেন, 'বিজেপি সরকারের সংকল্প ১৫ এপ্রিল, ২০২৬-এর পর যখন বিজেপি সরকার হবে, বাংলার গৌরব, বাংলার সংস্কৃতি, তার পুনর্জাগরণের জন্য আমরা পুনরায় শুরু করব'। এরপরই শুরু হয়ে যায় জল্পনা । অমিত শাহের মন্তব্য অনুযায়ী, ১৫ এপ্রিলের মধ্যে যদি নতুন সরকার গঠন করতে হয়, তাহলে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত হাতে থাকছে ২ মাস সময়। তার মধ্যেই ভোট ঘোষণা, মনোনয়ন পর্ব, প্রচার, নির্বাচন ও ফল ঘোষণা, এতগুলি প্রক্রিয়া শেষ করতে হবে। সেক্ষেত্রে সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের ২৬ বা ২৭ তারিখ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। মার্চ মাস জুড়ে চলতে পারে প্রচার আর তারপর এপ্রিলের শুরুতেই ভোটগ্রহণ পর্ব হতে পারে।
ভোট বিশেষজ্ঞদের মতে, ১৫ এপ্রিলের মধ্যে ভোটের ফল ঘোষণা করতে হলে এবার ৭-৮ দফায় ভোট করানো মুশকিল। সেক্ষেত্রে ৩-৪ দফায় ভোট হতে পারে।






















