West Bengal Assembly: বিধানসভায় ধর্ষণবিরোধী বিল আনছে রাজ্য়, কী রয়েছে এই বিলে?
West Bengal News: আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনার প্রেক্ষাপটে, বিধানসভায় ধর্ষণবিরোধী কড়া বিল আনছে রাজ্য় সরকার।
কলকাতা: আর জি কর (R G Kar News) মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনার প্রেক্ষাপটে, আজ মঙ্গলবার বিধানসভায় ধর্ষণবিরোধী কড়া বিল আনছে রাজ্য় সরকার। এই বিলে ধর্ষণ করে খুন অর্থাৎ আর জি কর মেডিক্য়াল কলেজের মতো ঘটনার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সংস্থান রয়েছে। ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম আমৃত্যু কারাদণ্ড এমনকী মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সঙ্গে প্রতিটি ক্ষেত্রেই জরিমানার কথা উল্লেখ করা হয়েছে।
ধর্ষণবিরোধী কড়া বিল আনছে রাজ্য় সরকার: আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনার প্রেক্ষাপটে, বিধানসভায় ধর্ষণবিরোধী কড়া বিল আনছে রাজ্য় সরকার। দ্রুত বিচার পর্ব শেষ করা ও ধর্ষণের ক্ষেত্রে কড়া শাস্তিই এই বিলের লক্ষ্য। আজ বেলা ১২টায় বিশেষ অধিবেশনে এই বিল পেশ করবেন আইনমন্ত্রী মলয় ঘটক। এই বিলের নাম রাখা হয়েছে, অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্য়ামেন্ডমেন্ট) বিল ২০২৪। ভারতীয় ন্য়ায় সংহিতা ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় যৌন নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত যে আইন রয়েছে, বাংলার ক্ষেত্রে, সেই আইনে কিছু সংশোধনী আনা হচ্ছে। দ্রুত বিচারের জন্য় শুধু বাংলার ক্ষেত্রে কয়েকটি ধারা যোগ করা হচ্ছে এই বিলে। নারী ও শিশুদের ক্ষেত্রে রাজ্য়ে নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য় বেশকিছু বিধি যুক্ত করা হচ্ছে।
সূত্রের খবর, এই বিলে দ্রুত বিচারের বিধানের পাশাপাশি প্রত্য়েক জেলায় বিশেষ আদালত ও অপরাজিতা টাস্ক ফোর্স তৈরির সংস্থান রাখা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করার জন্য় এই তদন্তকারী দলকে বিশেষ তদন্তকারী অফিসার ও রাজ্য় সরকার যাবতীয় সাহায্য় করবে। এই বিলে বলা হয়েছে, চার্জশিট জমা দেওয়ার ৩০ দিনের মধ্য়ে বিচারপ্রক্রিয়া শেষ করতে হবে। ভারতীয় ন্যায় সংহিতার মূল আইনে যেখানে আর জি করকাণ্ডের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে বিচার শেষ করার সময়সীমা ১ মাস রাখা আছে, এই বিলে ১ সপ্তাহের মধ্য়ে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে বলা আছে। মূল আইনে এক বছরের মধ্য়ে শাস্তি দেওয়ার কথা বলা ছিল, রাজ্য সরকারের সংশোধনী বিলে সেটা সংশোধন করে ১ মাসের মধ্য়ে করার সংস্থান রাখা হচ্ছে। মূল আইনে কোনও থানায় ঘটনা নথিভুক্ত করার পর ২ মাসের মধ্যে তদন্ত শেষ করার কথা বলা আছে। সংশোধনী বিলে সেটি ২১ দিনের মধ্য়ে করতে হবে। যদি কোনও ক্ষেত্রে দেখা যায় ২১ দিনে তদন্ত শেষ করা গেল না তখন এই তদন্তকারী সংস্থাকে অতিরিক্ত ১৫ দিন সময় দেওয়া যাবে। তবে সেটা দিতে পারবেন পুলিশ সুপার পদমর্যাদার কেউ।
এই বিলে ধর্ষণ করে খুন অর্থাৎ আর জি কর মেডিক্য়াল কলেজের মতো ঘটনার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সংস্থান রয়েছে। ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম আমৃত্যু কারাদণ্ড এমনকী মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ধর্ষণের অভিযোগের পাশাপাশি, আঘাত জনিত কারণে পরবর্তীকালে মৃত্যু হলেও দোষীর মৃত্যুদণ্ড ও জরিমানার সংস্থান থাকছে। ধর্ষণের কারণে নির্যাতিতা কোমায় গেলে সেক্ষেত্রেও শাস্তি হবে মৃত্যুদণ্ড।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kolkata News: তোলা দিতে আপত্তি, পুজো চলাকালীন বাড়িতে ঢুকে দুষ্কৃতীদের তাণ্ডব