West Bengal Assembly : বিধানসভায় নজিরবিহীন কাণ্ড! 'BJP বিধায়কদের বক্তব্য শুনব না', স্লোগান,চিৎকার মন্ত্রীদের
কখনও হাততালি দিয়ে, কখনও মুখে আওয়াজ করে, এমন পরিস্থিতি তৈরি করা হল, যাতে বিজেপি বিধায়কদের বক্তব্য শোনাই না যায়।

উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, কলকাতা : বৃহস্পতিবারের পর শুক্রবারও উত্তাল রইল বিধানসভা। এদিন নজির বিহীন পরিস্থিতি তৈরি হল। বিজেপি বিধায়কদের বক্তব্য শুনব না, এই রব তুলে বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করতে শুরু করেন শাসক দলের বিধায়করা। বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল সেলস ট্যাক্স সংশোধনী বিল ২০২৫ পেশের পর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভাষণ দিতে উঠলে কক্ষ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষ অনুরোধ করলেও তাঁরা শোনেননি। আর আজ বিজেপি বিধায়কদের বক্তব্য শুনলেন না শাসক দলের বিধায়করা। কখনও হাততালি দিয়ে, কখনও মুখে আওয়াজ করে, যাতে বিজেপি বিধায়কদের বক্তব্য শোনাই না যায়।
শুক্রবার বিধানসভায় স্পোর্টস ইউনিভার্সিটি বিল নিয়ে আলোচনার শুরু হয়। তখনই বিধানসভায় হই হট্টগোল বাধে। আলোচনায় অংশ নিয়ে বিজেপির শংকর ঘোষ বলতে উঠতেই শাসক দলের বিধায়করা তাঁকে বলতে বাধা দিতে থাকেন। এই দৃশ্য কার্যত নজিরবিহীন। কারণ, সাধারণত দেখা যায়, প্রতিদিন বিরোধী বিধায়করা নিজেদের বক্তব্য রেখেই বেরিয়ে যান। শাসকদলের বিধায়কদের বক্তব্য শোনেন না তাঁরা। বৃহস্পতিবারও এমন পরিস্থিতিই তৈরি হয়েছিল। চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্যের সময় অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। মন্ত্রীর জবাবি ভাষণ না শোনায় কার্যবিবরণী থেকে বাদ দিয়ে দেওয়া হয় বিজেপির সব বিধায়কের বক্তব্য। বিজেপি বিধায়কদের বক্তব্য সম্পূর্ণ বাদ দেওয়া নিয়ে নতুন রাজনৈতিক সংঘাতের সূত্রপাত হয় এদিন।
এরপর আজ, শুক্রবার, শাসকদলের বিধায়করা ঠিক করেন, এদিন বিজেপি বিধায়কদের বক্তব্য রাখার সময় বাধাদান করা হবে। সেই মতো নানা ভাবে শাসকদলের সদস্যরা বাধা দিতে থাকেন। অধ্যক্ষ দুই পক্ষকেই শান্ত হওয়ার জন্য বলেন। কিন্তু 'শুনছি না, শুনবো না' শ্লোগান তোলেন শাসক দলের বিধায়করা। একযোগে চিৎকার করতে থাকেন, ব্রাত্য বসু, বাবুল সুপ্রিয়, চন্দ্রিমা ভট্টাচার্যরা। তখন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে বলেন, 'আপনারা প্রতিদিন নিজেরা বলে বেরিয়ে যান, এটা ঠিক নয়। মাননীয় সদস্যরা আহত হয়েছেন। আমিও মনে করি আপনারা বক্তব্য রাখার পর কক্ষে থাকবেন। আমি চাই আপনি বলুন যে আপনারা থাকবেন।' শেষ পর্যন্ত ওয়াকআউট করে বেরিয়ে আসে বিজেপি । মুখে কালো কাপড় বেঁধে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।






















