![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
West Bengal BJP: বঙ্গ বিজেপি-তে ফের বিদ্রোহের সুর, অনুগামীদের বসে যাওয়ার নির্দেশ দুধকুমারের, পাশে পেলেন অনুপমকে
Dudhkumar Mondal: সুকান্ত বিষয়টি ঝেড়ে ফেলতে চাইলেও, তাঁর অস্বস্তি বাড়িয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। সোশ্যাল মিডিয়ায় দুধকুমারের সপক্ষেই মুখ খুলতে দেখা যায় তাঁকে।
![West Bengal BJP: বঙ্গ বিজেপি-তে ফের বিদ্রোহের সুর, অনুগামীদের বসে যাওয়ার নির্দেশ দুধকুমারের, পাশে পেলেন অনুপমকে West Bengal BJP leader Dudhkumar Mondal asks followers to be inactive in a show of rebellion against state leaders Anupam Hazra supports him West Bengal BJP: বঙ্গ বিজেপি-তে ফের বিদ্রোহের সুর, অনুগামীদের বসে যাওয়ার নির্দেশ দুধকুমারের, পাশে পেলেন অনুপমকে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/19/355da145cb13e795b79dab9ce827e241_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শিবাশিস মৌলিক, কলকাতা: বঙ্গ বিজেপিতে ফের বিদ্রোহের আগুন। দলীয় কর্মীদের বসে যাওয়ার ডাক দিলেন বিজেপি (BJP Inner Conflict) নেতা দুধকুমার মণ্ডল (Dudhkumar Mondal)। ফেসবুকে সেই মর্মে পোস্ট করেন তিনি। তাঁর সঙ্গে কথা না বলেই ব্লক কমিটি গড়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তাই নিজের সমর্থকদের বসে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। যদিও তাঁর হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
দুধকুমারের নিশানায় সুকান্ত!
রবিবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দলের প্রতি ক্ষোভ উগরে দেন দুধকুমার। তিনি লেখেন, 'জেলা থেকে ব্লক কমিটি আমার সঙ্গে আলোচনা না করে কমিটি গঠন করেছে। তাই ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং কার্যকর্তাগণ, আমাকে যাঁরা ভালোবাসেন, তাঁর চুপচাপ বসে যান।'
তবে দুধকুমারের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। ফোনে এবিপি আনন্দ-কে তিনি বলেন, "‘বিজেপি-তে নেতা দেখে কেউ দল করেন না। দলের বিধি মেনে ব্যবস্থা নেওয়া হবে।"
দুধ কুমার দা'র মতো মানুষ সংগঠন থেকে হারিয়ে গেলে, তা চিন্তার এবং উদ্বেগের !!! বর্তমানে যারা সংগঠনে আছেন, তাঁদের উচিত দুধ কুমার মন্ডল'এর মতো পুরনো মানুষ যারা সাংগঠনিকভাবে বলিষ্ঠ, তাঁদের অভিজ্ঞতা এবং পরামর্শকে যথাযথ সম্মান এবং গুরুত্ব দিয়ে সংগঠনের সামনের সারিতে আনা !!! pic.twitter.com/vqk4ODSh5g
— Dr. Anupam Hazra 🇮🇳 (@tweetanupam) June 19, 2022
তবে সুকান্ত বিষয়টি ঝেড়ে ফেলতে চাইলেও, তাঁর অস্বস্তি বাড়িয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra)। সোশ্যাল মিডিয়ায় দুধকুমারের সপক্ষেই মুখ খুলতে দেখা যায় তাঁকে। অনুপম লেখেন, 'দুধকুমারদা'র মতো মানুষ সংগঠন থেকে হারিয়ে গেলে, তা চিন্তার এবং উদ্বেগের! বর্তমানে যাঁরা সংগঠনে আছেন, তাঁদের উচিত দুধকুমার মণ্ডলের মতো পুরনো মানুষ, যাঁরা সাংগঠনিক ভাবে বলিষ্ঠ, তাঁদের অভিজ্ঞতা এবং পরামর্শকে যথাযথ সম্মান এবং গুরুত্ব দিয়ে সংগঠনের সামনের সারিতে আনা।'
দুধকুমারের পাশে অনুপম
রাজ্যে পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদল করছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের আগে তৈরি হবে অঞ্চল ও ব্লক কমিটি। অঞ্চল ও ব্লকের আহ্বায়ক পদে আনা হবে নতুন মুখ। রাজ্য, জেলা, মণ্ডল, বুথ ও শক্তিকেন্দ্র কমিটি যেমন আছে, তেমনই থাকবে। জানিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত।
ওই কমিটির ব্যাপারেই তাঁর মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ দুধকুমারের। তাই সরাসরি সুকান্তকে নিশানা করেই তিনি ফেসবুকে ওই বার্তা দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। একই বাবে দুধকুমারকে যথোপযুক্ত সম্মান দেওয়ার কথা বলে অনুপমও আসলে সুকান্তকেই বার্তা দিতে চেয়েছছেন বলে মনে করা হচ্ছে। দলকে একের পর এক নির্বাচনে ধরাশায়ী হতে দেখে এর আগে তিনিও পুরনো নেতাদের গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)