Breaking News LiveToday : 'এমন কোনও পদক্ষেপ করা উচিত...' ইরান-ইজরায়েল যুদ্ধ নিয়ে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী
ইজরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কাতারকে আগাম জানিয়ে আমেরিকার সেনা ঘাঁটিতে ইরানি হামলা। 'এমন কোনও পদক্ষেপ করা উচিত...' ইরান-ইজরায়েল যুদ্ধ নিয়ে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী।
LIVE

Background
ইজরায়েল ও ইরানের খবর:
ইজরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার গভীর রাতে ট্রাম্প তাঁর সমাজমাধ্যম ট্রুথ-এ যুদ্ধবিরতি ঘোষণার কথা জানান। তিনি লেখেন, এই যুদ্ধবিরতির সিদ্ধান্তে ইরান ও ইজ়রায়েল দু’দেশই সহমত। আগামী ৬ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ সংঘর্ষ বিরতি শুরু হবে। প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে এবং তার ১২ ঘণ্টা পরে ইজরায়েল তা অনুসরণ করবে। ২৪ ঘণ্টা পর দু’দেশের মধ্যে ১২ দিনের টানা যুদ্ধ শেষ বলে ঘোষণা করা হবে। এক পক্ষের সংঘর্ষ বিরতি চলাকালীন অপর পক্ষকে শান্তি বজায় রাখতে হবে। ১২ দিনের যুদ্ধ শেষ করার মতো ক্ষমতা, সাহস ও বুদ্ধিমত্তা দুই দেশেরই আছে। তাই তাদেরকে জানাই অভিনন্দন। এই সংঘর্ষ বছরের পর বছর ধরে চলতে পারত। গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত এই সংঘর্ষ। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এটা হয়নি। আর হবেও না। ঈশ্বর সকলকে রক্ষা করুক।
পশ্চিমবঙ্গের খবর :
বিধানসভায় সোমবার দেখা গেল বেনজির সংঘাত! চারজন বিজেপি বিধায়ক সাসপেন্ড হলেন। টেনে হিঁচড়ে বের করে দিলেন মার্শাল। ধাক্কাধাক্কিতে কয়েকজন নিরাপত্তারক্ষীও আহত হওয়ার অভিযোগ উঠেছে।
অন্যদিকে , বর্ষার শুরুতেই ঘাটালে তীব্র হল জল-যন্ত্রণা। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে ফেসবুক পোস্টের পর বিজেপির নিশানায় ঘাটালের তৃণমূল সাংসদ দেব। তথ্য পেশ করে খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দাবি, কেন্দ্রীয় সরকার সাড়া দেয়নি এই অভিযোগ অসত্য। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
West Bengal News Live : কড়েয়ায় চোর সন্দেহে ৩ জনকে গণপিটুনি, মৃত ১
কড়েয়ায় চোর সন্দেহে ৩ জনকে গণপিটুনি, মৃত ১
War News Live : ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরেও ইরানের হামলা
ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরেও ইরানের হামলা। ইজরায়েলের ওপর মিসাইল হামলা ইরানের। এবার আমাদের প্রত্যাঘাতে কাঁপবে তেহরান, হুঁশিয়ারি ইজরায়েলের অর্থমন্ত্রীর






















