West Bengal Bypoll: '২৪-এ লোকসভায় জিতেছি, ২৬-এর বিধানসভাতে জিতব', উপনির্বাচনের ফলের মাঝেই বড় হুঙ্কার সুকান্তর
West Bengal Bypoll Result: ভোট গণনা শুরুর পরই ট্রেন্ড সামনে আসতেই রাজ্যজুড়ে উৎসবে মাতলেন শাসক কর্মী-সমর্থকরা।
![West Bengal Bypoll: '২৪-এ লোকসভায় জিতেছি, ২৬-এর বিধানসভাতে জিতব', উপনির্বাচনের ফলের মাঝেই বড় হুঙ্কার সুকান্তর West Bengal Bypoll Result 2024 sukanta Majumdar reaction predict bjp win in upcoming assembly election West Bengal Bypoll: '২৪-এ লোকসভায় জিতেছি, ২৬-এর বিধানসভাতে জিতব', উপনির্বাচনের ফলের মাঝেই বড় হুঙ্কার সুকান্তর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/23/a635f2a2de3d45de200a8375e89984241732343474807223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বঙ্গে উপনির্বাচনে ৬ আসনেই সবুজ ঝড়। নৈহাটি, সিতাইয়ে জয়ী তৃণমূল। মাদারিহাটও হারাল বিজেপি। হাড়োয়া, তালডাংরা, মেদিনীপুরে বহু ভোটে এগিয়ে জোড়াফুল। ফের চা বলয়ে ভাল ফল তৃণমূলের।
উপ নির্বাচনে ছয়ে ছয় তৃণমূল। বিজেপির কাছ থেকে মাদারিহাট বিধানসভাও ছিনিয়ে নিল তৃণমূল। দুই কেন্দ্রে জয়ের ব্যবধান একলক্ষ ছাড়াল। মাদারিহাটও হাতছাড়া হওয়ার পর সাফাই বিজেপির রাজ্য সভাপতির। তবে কী পরাজয়ের 'তত্ত্ব' সুকান্তর? উপ নির্বাচনের ফলাফল প্রেক্ষিতে এদিন সুকান্ত মজুমদার বলেন, 'উপনির্বাচনে এসব ফল হতেই পারে। তবে ২০২৬-এ বাংলায় ক্ষমতায় আমরাই আসব। উদাহরণস্বরূপ একটা কথা বলি। কালিয়াগঞ্জ উপনির্বাচন যদি দেখেন, ২০১৯-এ লোকসভা জেতার পর, উপনির্বাচনে ওখানে হেরে গিয়েছিলাম। অথচ সেই কালিয়াগঞ্জে ২০২১ এর নির্বাচনে বিপুল ভোটে জিতেছি। ২০২৪-এ লোকসভা নির্বাচনে জিতেছি, ২০২৬- এ বিধানসভা নির্বাচনেও জিতব। উপনির্বাচন আর সাধারণ নির্বাচনের মধ্যে ফারাক রয়েছে।'
এদিকে, ভোট গণনা শুরুর পরই ট্রেন্ড সামনে আসতেই রাজ্যজুড়ে উৎসবে মাতলেন শাসক কর্মী-সমর্থকরা। বাঁকুড়ায় সুভাষ সরকারের গাড়ি ঘিরে বিজয়োল্লাস। নৈহাটিতে জয় বাংলা, মেদিনীপুরে সেলিব্রেশন। তালডাংরায় বাইক মিছিল।
আরও পড়ুন, বেহালার হাসপাতালে তুমুল তাণ্ডব-বিক্ষোভ, শৌচাগারে গিয়ে লুকিয়ে প্রাণে বাঁচলেন নার্স!
এদিকে, একুশের বিধানসভা ভোটের পর থেকে, প্রত্য়েকটি নির্বাচনেই এরাজ্যে ভরাডুবি হয়েছে বিজেপির। এই প্রেক্ষাপটে নিজের দলকে কার্যত সমালোচনায় বিঁধলেন দিলীপ ঘোষ। সাম্প্রতিক ইস্যুগুলিকে বিজেপি কাজে লাগাতে পারছে না বলে সরব হয়েছেন তিনি। দিলীপ বলেছেন, 'একুশের পর থেকে পার্টির ডাউনফল শুরু হয়েছে। রেজাল্ট ভালো হচ্ছে না। আমাদের এখন ডাউন যাচ্ছে। রাজনীতিতে একটা ইস্যুই পাল্টে দেয়। সিঙ্গুর, নন্দীগ্রাম হাওয়াতেই পাল্টে গিয়েছিল। এই যে এত ঘটনা ঘটছে, হয়তো আমাদের পার্টি সেই, ইসুগুলোকে নিতে পারছে না।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)