Mamata Banerjee Health: পিছন থেকে ধাক্কা লেগে পড়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী, জানান এসএসকেএম অধিকর্তা
CM Mamata Banerjee Health Live Updates: সাংঘাতিক দুর্ঘটনার কবলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
LIVE
Background
গুরুতর আহত মুখ্যমন্ত্রী, এসএসকেএম হাসপাতালে চিকিৎসার পর নিয়ে যাওয়া হল বাড়িতে। কপালে গুরুতর আঘাত, নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সামনের ঘর থেকে ভিতরের ঘরে যাওয়ার পথে দুর্ঘটনা, খবর সূত্রের। অনুষ্ঠান সেরে বাড়ি ফিরে পা পিছলে পড়ে শোকেসের কোণায় মাথা ঠুকে রক্তপাত, খবর সূত্রের। মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত স্থিতিশীল মুখ্যমন্ত্রী, মাথায় চারটি সেলাই পড়েছে, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ফের দুর্ঘটনার কবলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুতর আহত হয়েছেন তিনি। এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) আনা হল তাঁকে। গাড়িতে চেপে ফেরার সময় তিনি আহত হন বলে জানা যায় প্রথমে। আবার একটি সূত্রে দাবি করা হয়, গাড়ি বাড়িতে ঢোকার পরই দুর্ঘটনা ঘটে বলেও জানা গিয়েছে। হাঁটতে গিয়ে পড়ে যান। হাসপাতাল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে কপাল থেকে রক্ত পড়তে দেখা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং পরিবারের লোকজন মমতাকে হাসপাতালে নিয়ে যান বলে খবর। তাঁর চিকিৎসা শুরু হয়েছে। (Mamata Banerjee Injured)
তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় মমতার আহত হওয়ার খবর জানানো হয়েছে। কপাল থেকে নাক বেয়ে রক্ত পড়ছে, হাসপাতালের শয্যায় শুয়ে রয়েছেন মমতা, এমন একটি ছবি প্রকাশ করা হয়। লেখা হয়, 'আমাদের চেয়ারপার্সন গুরুতর আহত হয়েছেন। ওঁর জন্য প্রার্থনা করুন আপনারা'। আবারও মমতার দুর্ঘনার খবরে উদ্বেগ ছড়িয়েছে। কারণ এই নিয়ে পর পর বেশ কয়েক বার দুর্ঘটনায় আঘাত পেলেন তিনি। (Mamata Banerjee)
দলীয় সূত্রে যে খবর মিলেছে, সেই অনুযায়ী, বালিগঞ্জে এদিন সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা। সেখানে যে পোশাক পরেছিলেন তিনি, হাসপাতালে পরিহিত পোশাকের সঙ্গে মিল নেই তার। দলীয় সূত্রে খবর, বাড়ি ফিরে পোশাক পাল্টেছিলেন মমতা। তার পর হাঁটা শুরু করেন। একটি শোকেসের কোনায় মাথা ঠুকে গিয়ে আঘাত পান। বাড়িতে পড়ে গিয়ে মমতা আঘাত পান বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রেও। তবে পা পিছলে পড়ে গিয়েছেন মমতা, নাকি এর নেপথ্যে অন্য কারণ রয়েছে, তা এখনও খোলসা হয়নি।
CM Health Update: পিছন থেকে ধাক্কা লেগে পড়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী, জানান এসএসকেএম অধিকর্তা
গুরুতর চোট মুখ্যমন্ত্রীর, পড়ল চারটে সেলাই। পিছন থেকে ধাক্কা লেগে পড়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী, জানান এসএসকেএম অধিকর্তা। 'মুখ্যমন্ত্রীর কপালে ৩টি সেলাই এবং নাকে ১টি সেলাই। মুখ্যমন্ত্রীর চিকিৎসায় মেডিক্যাল টিম। পিছন থেকে ধাক্কা লেগে পড়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী', বলেন এসএসকেএম অধিকর্তা।
Mamata Banerjee Health: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট প্রধানমন্ত্রীর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে পোস্ট করে লেখেন, 'মমতা দিদির দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করি।'
I pray for a quick recovery and the best health for Mamata Didi. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) March 14, 2024
CM Health Update: এসএসকেএমে চিকিৎসার পর বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী
দ্রুত আরোগ্য কামনা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের। 'খবর শুনে উদ্বিগ্ন, দিদির দ্রুত আরোগ্য কামনা করি, ভগবান মঙ্গল করুন', এক্স হ্যান্ডেলে পোস্ট অরবিন্দ কেজরিওয়ালের। দ্রুত আরোগ্য কামনা এম কে স্টালিনের।
Mamata Banerjee Health: এসএসকেএমে চিকিৎসার পর বাড়ির পথে মুখ্যমন্ত্রী
চিকিৎসকদের মতে, প্রাথমিকভাবে যে উদ্বেগের জায়গা তৈরি হয়, তা কাটানো গিয়েছে। রিপোর্ট যা এসেছে তা শঙ্কার নয়। এসএসকেএমে চিকিৎসার পর বাড়ির পথে মুখ্যমন্ত্রী।
CM Health Update: হাসপাতাল সূত্রে খবর সামান্য প্রেসার বেশি রয়েছে মুখ্যমন্ত্রীর
হাসপাতাল সূত্রে খবর সামান্য প্রেসার বেশি রয়েছে মুখ্যমন্ত্রীর। বাঙ্গুর ইন্সটিটিউট অফ নিউরোলজিতে সিটি স্ক্যান সেরে ফেরত নিয়ে যাওয়া হল উডবার্নে। এমআরআইয়ের প্রয়োজন নেই বলে মনে করছেন চিকিৎসকেরা।